পাকিস্তানের ঘরে ফেরার জয়ে নাসিমের রেকর্ড

দশ বছর পর ঘরের মাঠে টেস্ট ফেরার উপলক্ষ্য বড় জয় দিয়ে রাঙানোর দুয়ারেই ছিল পাকিস্তান। শেষ দিনে অবশিষ্ট তিন উইকেটে শ্রীলঙ্কা যোগ করতে পারল না কোনো রান। আনুষ্ঠানিকতা সারতে স্বাগতিকদের লাগল মাত্র ষোলো বল। সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়ে দলকে দারুণ এক জয় এনে দিলেন নাসিম শাহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 06:30 AM
Updated : 23 Dec 2019, 06:32 AM

করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ২৬৩ রানে হারিয়েছে পাকিস্তান। ৪৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১২ রানে অলআউট হয় লঙ্কানরা। ৩১ রানে ৫ উইকেট নেন নাসিম।

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলায় পাকিস্তানে বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট ফিরল পাকিস্তানে।

সোমবার পঞ্চম দিন সকালে প্রথম বলেই এম্বুলদেনিয়াকে ফিরিয়ে দেন নাসিম। পরের ওভারে আরেক অপরাজিত ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দোকে তুলে নেন ইয়াসির শাহ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া তরুণ ডানহাতি ফিরেছেন আগের দিনের ১০২ রানেই।

সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়া নাসিম শাহ। ছবি: পাকিস্তান ক্রিকেট

দিনের তৃতীয় ওভারে বিশ্ব ফার্নান্দোকে এলবিডব্লিউ করে সফরকারীদের গুটিয়ে দেন ১৬ বছর বয়সী নাসিম। সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৫ উইকেট পাওয়ার রেকর্ডটা এত দিন ছিল তারই স্বদেশি মোহাম্মদ আমিরের দখলে।

প্রথম পাকিস্তানি হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়া আবিদ আলি হন ম্যাচ ও সিরিজ সেরা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৯১

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৭১

পাকিস্তান ২য় ইনিংস: ১৩১ ওভারে ৫৫৫/৩ ইনিংস ঘোষণা

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২.৫ ওভারে ২১২ (করুনারত্নে ১৬, ফার্নান্দো ১০২, কুসল ০, ম্যাথিউস ১৯, চান্দিমাল ২, ধনাঞ্জয়া ০, ডিকভেলা ৬৫, দিলরুয়ান ৫, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ০, কুমারা ০*; শাহিন ১৪-৩-৫১-১, আব্বাস ১২-২-৩৩-১, নাসিম ১২.৫-৪-৩১-৫, ইয়াসির ২০-২৩-৮৪-২, হারিস ৪-০-১০-১)

ফল: পাকিস্তান ২৬৩ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচের সিরিজ পাকিস্তান ১-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আবিদ আলি

ম্যান অব দা সিরিজ: আবিদ আলি