১৩ উইকেটের দিনে করাচিতে জমজমাট লড়াই

লাসিথ এম্বুলদেনিয়ার বাঁহাতি স্পিন আর লাহিরু কুমারার পেসের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। দুইশর আগেই গুটিয়ে গেল স্বাগতিকদের ইনিংস। তবে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাও স্বস্তিতে নেই খুব একটা। হারিয়ে ফেলেছে তারা টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2019, 01:06 PM
Updated : 19 Dec 2019, 01:19 PM

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার করাচিতে ১৯১ রানেই শেষ হয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। লঙ্কানরা দিন শেষ করেছে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে।

মেঘলা আকাশের নিচে সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। কন্ডিশনের খানিকটা সহায়তা নিয়ে দারুণ লাইন-লেংথে ব্যাটসম্যানদের চাপে ফেলেন লঙ্কান পেসাররা। ষষ্ঠ ওভারে তিন বলের মধ্যে ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আজহার আলিকে বোল্ড করে দেন বিশ্ব ফার্নান্দো।

১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তান প্রতিরোধ গড়ে আগের টেস্টের দুই সেঞ্চুরিয়ান আবিদ আলি ও বাবর আজমের ব্যাটে।

বাবর শুরুতে ছিলেন কিছুটা নড়বড়ে। একাদশ ওভারে ফার্নান্দোর বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর টিকে যান রিভিউ নিয়ে।

৫৫ রানের এই জুটি ভাঙে আবিদের বিদায়ে। কুমারার বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৩৮ রান করা ওপেনার।

শুরুর অস্বস্তি কাটিয়ে বাবর পরে খুঁজে পান ছন্দ। লাঞ্চের পর দিলরুয়ান পেরেরাকে বাউন্ডারিতে স্পর্শ করেন ফিফটি।

এরপর অবশ্য আর বেশিক্ষণ টিকতে পারেননি। এম্বুলদেনিয়াকে বেরিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হয়ে স্টাম্পড হয়ে যান ৬০ রানে।

এরপর এক প্রান্তে টিকে ছিলেন আসাদ শফিক, অন্য প্রান্তে ছিল ব্যাটসম্যানদের আসা-যাওয়া। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে।

২৪ রানে শেষ ছয় উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৬৩ রান করে শফিক আউট হন নবম ব্যাটসম্যান হিসেবে।

৪৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার কুমারা। এম্বুলদেনিয়া ৪ উইকেট নেন ৭১ রান খরচায়। অন্য দুটি পান ফার্নান্দো।

শ্রীলঙ্কার বোলিংয়ের আনন্দ অনেকটা মিলিয়ে যায় ব্যাটিংয়ে নেমে। ওপেনার ওশাদা ফার্নান্দো ৪ রানে ফেরেন শাহিন শাহ আফ্রিদির বলে।

অধিনায়ক দিমুথ করুনারত্নে ও তিনে নামা কুসল মেন্ডিস থিতু হওয়ার ইঙ্গিত দিলেও পারেননি টিকতে। দুজনকেই বিদায় করে দেন মোহাম্মদ আব্বাস। দিনশেষে তাই এগিয়ে রাখা কঠিন দুই দলের একটিকে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৫৯.৩ ওভারে ১৯১ (মাসুদ ৫, আবিদ ৩৮, আজহার ০, বাবর ৬০, আসাদ ৬৩, হারিস ৯, রিজওয়ান ৪, ইয়াসির ০, আব্বাস ০, শাহিন শাহ ৫, নাসিম ১*; বিশ্ব ১৩-৩-৩১-২, কুমারা ১৮-৫-৪৯-৪, করুনারত্নে ১-০-১১-০, এম্বুলদেনিয়া ২০.৩-৩-৭১-৪, দিলরুয়ান ৭-০-২৩-০)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৯ ওভারে ৬৪/৩ (ওশাদা ৪, করুনারত্নে ২৫, কুসল ১৩, ম্যাথিউস ৮*, এম্বুলদেনিয়া ৩*; শাহিন ৬-২-১৮-১, আব্বাস ৮-৩-২১-২, নাসিম ৫-০-১৯-০) ।