শেবাগের ৮ বছর পর কোহলির ‘গোল্ডেন’

তার ব্যাটে রানের স্রোত দেখতেই অভ্যস্ত সবাই। তবে তিনিও যে মানুষ, সেটির প্রমাণ হিসেবেই যেন মাঝেমধ্যে শূন্য রানে আউট হন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার আউট হয়েছেন তিনি প্রথম বলেই। ৫০ ওভারের ক্রিকেটে কোনো ভারতীয় অধিনায়কের এই অভিজ্ঞতা হলো ৮ বছর পর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2019, 01:51 PM
Updated : 18 Dec 2019, 01:51 PM

প্রথম বলে আউটকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হয় ‘গোল্ডেন ডাক’। কোহলির আগে সবশেষ কোনো ভারতীয় অধিনায়ক এই তেতো স্বাদ পেয়েছিলেন ২০১১ সালের ডিসেম্বরে। প্রতিপক্ষ সেবারও ছিল ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে রবি রামপলের বলে আউট হয়েছিলেন সেই ম্যাচের অধিনায়ক বিরেন্দর শেবাগ।

বিশাখাপত্মমে বুধবার কোহলি উইকেটে গিয়েছিলেন ৩৭ ওভার শেষে, লোকেশ রাহুল ও রোহিত শর্মার ২২৭ রানের উদ্বোধনী জুটির পর। আউট হন প্রতিপক্ষ অধিনায়ক কাইরন পোলার্ডের স্লোয়ারে।

ওয়ানডে ক্রিকেটে ভারতীয় অধিনায়কদের প্রথম বলেই আউট হওয়ার ষোড়শ ঘটনা এটি। মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলি ‘গোল্ডেন ডাক’ পেয়েছিলেন চারবার করে, কপিল দেব তিনবার, একবার করে সুনীল গাভাস্কার, মহেন্দ্র সিং ধোনি ও রাহুল দ্রাবিড়।