ক্যারিয়ার সেরা ইনিংসে খুলনার জয়ের নায়ক মুশফিক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2019 03:25 PM BdST Updated: 17 Dec 2019 06:57 PM BdST
-
ছবি: সুমন বাবু
-
-
ছবি: সুমন বাবু
ঝড় তুলে রাজশাহী রয়্যালসকে আসরের সর্বোচ্চ সংগ্রহ এনে দিলেন শোয়েব মালিক। মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা ইনিংসে সেই রান টপকে গেল খুলনা টাইগার্স। রান উৎসবের ম্যাচে পেল দারুণ এক জয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে খুলনা। ১৯০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে দুই বল বাকি থাকতে।
ছক্কায় ম্যাচ শেষ করার চেষ্টায় ছিলেন মুশফিক। পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। রবি বোপারাকে ওড়ানোর চেষ্টায় ধরা পড়েন সীমানায়। টি-টোয়েন্টিতে আগের সেরা ৮৬ ছাড়িয়ে থামেন ৯৬ রান করে। তার ৫১ বলের দুর্দান্ত ইনিংসটি গড়া নয় চার ও চার ছক্কায়।

ছবি: সুমন বাবু
ভালো শুরু ধরে রাখতে পারেননি আফিফ হোসেনও। দুই ছক্কায় ১৯ রান করে শহিদুল ইসলামের বলে ধরা পড়েন শফিউল ইসলামের হাতে।
নবম ওভারে ৬৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারানো রাজশাহী এগিয়ে যায় মালিকের ব্যাটে। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান বোপারার সঙ্গে চতুর্থ উইকেটে ৬১ বলে উপহার দেন ১০৬ রানের জুটি।
জুটিতে ৩৮ বলে মালিকের অবদান ৬৬। ১৯তম ওভারে আমিরের বলে ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংস। ৫০ বলে আট চার ও চারটি ছক্কায় ৮৭ রান করেন মালিক। ২৬ বলে দুটি করে ছক্কা ও চারে ইংলিশ অলরাউন্ডার বোপারা অপরাজিত থাকেন ৪০ রানে।
বড় রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় খুলনা। ইনিংসের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরেন নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে দ্রুত বিদায় করেন আফিফ।
২৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া খুলনা পরিস্থিতি সামাল দেয় রাইলি রুশো ও মুশফিকুর রহিমের ব্যাটে। ৫৩ বলে দুই জনে উপহার দেন ৭২ রানের জুটি। কামরুল ইসলাম রাব্বিকে স্কুপ করার চেষ্টায় লিটনের গ্লাভসে ধরা পড়েন রুশো। ৩৫ বলে দক্ষিণ আফ্রিকান বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ৪২ রান।
ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হন শামসুর রহমান। ৩০ বলে পঞ্চাশ ছোঁয়ার পর আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন মুশফিক। সপ্তদশ ওভারে বোলিংয়ে ফিরে বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন রাজশাহী অধিনায়ক রাসেল।

চার দিয়ে ম্যাচ শেষ করা ফ্রাইলিঙ্ক অপরাজিত থাকেন ১৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী রয়্যালস: ২০ ওভারে ১৮৯/৪ (লিটন ১৯, জাজাই ১, আফিফ ১৯, মালিক ৮৭, বোপারা ৪০*, রাসেল ১৩*; মিরাজ ২-০-১৭-০, আমির ৪-০-৩৬-২, ফ্রাইলিঙ্ক ৪-০-২৯-১, শহিদুল ৪-০-৩৫-১, আমিনুল ২-০-৩০-০)
খুলনা টাইগার্স: ১৯.৪ ওভারে ১৯২/৫ (শান্ত ০, গুরবাজ ৭, রুশো ৪২, মুশফিক ৯৬, শামসুর ২৯, ফ্রাইলিঙ্ক ১৪*, শহিদুল ০*; রাসেল ৪-০-৪১-২, রাব্বি ২-০-১৮-১, আফিফ ৩-০-২৪-১, আবু জায়েদ ১-০-৭-০, মালিক ২-০-১৪-০, বোপারা ২.৪-০-৩২-০, কাপালী ৩-০-৩১-০, তাইজুল ১-০-১১-০ ফরহাদ ১-০-১৪-০)
ফল: খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
-
পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
-
‘নতুন ব্যাগি গ্রিন’ আর ‘নতুন শুরুর’ অপেক্ষায় ম্যাক্সওয়েল
-
অভিষেকে ওভারটনের রেকর্ড, ওভারটনের আক্ষেপ
-
পদ্মা সেতুর আবেগের ঢেউ ক্রিকেট আঙিনায়
-
শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ভ্যান্ডারসে
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট