করাচি টেস্টের আগে ধাক্কা খেল শ্রীলঙ্কা

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 02:13 PM
Updated : 16 Dec 2019, 04:39 PM

বৃষ্টির প্রভাবে ড্র হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে চোট পাওয়ার আগে মাত্র ছয় ওভার বোলিং করেন রাজিথা। পেয়েছিলেন শান মাসুদের উইকেট।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সিরিজ শুরুর আগে লঙ্কান দল থেকে ছিটকে যান আরেক পেসার সুরঙ্গা লাকমল। তার মানে, টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন মাত্র দুই পেসার আছেন সফরকারী দলটিতে-লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো। লাকমলের জায়গায় সুযোগ পাওয়া ২২ বছর বয়সী আসিথা ফার্নান্দো খেলেছেন মাত্র একটি ওয়ানডে।

রাজিথার জায়গায় নতুন কাউকে দলে নিচ্ছে না শ্রীলঙ্কা।

করাচিতে আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।