প্রোটিয়া টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় ৬ ক্রিকেটার

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এক ঝাঁক নতুন খেলোয়াড়কে দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। ডাক পেয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 02:07 PM
Updated : 16 Dec 2019, 02:12 PM

চোটের কারণে নেই পেসার লুঙ্গি এনগিডি। সবশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন তিন জন।

প্রথম দুই টেস্টের জন্য সোমবার ১৭ সদস্যের দল ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচক লিন্ডা জন্ডি। দলের নেতৃত্ব দেবেন ফাফ দু প্লেসি।

অভিষেকের অপেক্ষায় থাকা বিউরান হেনড্রিকস ও ডেইন প্যাটারসন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন আগেই। সমান ৪টি করে ওয়ানডে খেলা দুই পেসার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফর্ম করার পুরস্কার পেলেন এবার।

প্রথম শ্রেণির ক্রিকেটের দারুণ রেকর্ড দিয়ে দলে এসেছেন রাসি ফন ডার ডাসেনও। রঙিন পোশাকে জাতীয় দলে জায়গা পাকা করার পথে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যানের এবারের চ্যালেঞ্জ সাদা পোশাকে। অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসও সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের নিয়মিত মুখ। তবে এখনও সুযোগ পাননি টেস্ট খেলার।

দলে একমাত্র স্বীকৃত স্পিনার কেশভ মহারাজ। নিয়মিত দুই ওপেনার এইডেন মারক্রাম ও ডিন এলগারের সঙ্গে প্রথমবারের মতো দলে এসেছেন ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত সৈনিক পিটার মালান। ১৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫.১৬ গড়ে ১০ হাজারের বেশি রান আছে ডান হাতি এই ওপেনারের। সেঞ্চুরি ৩২টি।

ভারত সফরে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাওয়া উইকেটরক্ষক রুডি সেকন্ড দলে জায়গা ধরে রেখেছেন। অভিষেকের অপেক্ষায় আছেন তিনিও। তবে বাদ পড়ে গেছেন ভারতে অভিষেক হওয়া স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি ও অফ স্পিনার ড্যান পিট। জায়গা ধরে রাখতে পারেননি ব্যাটসম্যান টিউনিস ডি ব্রুইনও।

২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৪ জানুয়ারি জোহানেসবার্গে শেষ ম্যাচ।

গত শনিবার দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে যোগ দেওয়া মার্ক বাউচারের এই সিরিজ দিয়ে শুরু হবে নতুন চ্যালেঞ্জে পথচলা। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে নিজেদের শেষ পাঁচ টেস্টেই হেরেছে দক্ষিণ আফ্রিকা।

টেস্টের দক্ষিণ আফ্রিকা দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, রাসি ফন ডার ডাসেন, জুবাইর হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, আনরিক নরকিয়া, ডেইন প্যাটারসন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, রুডি সেকন্ড।