অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন ফার্গুসন

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের বাকি দুই টেস্টের দল থেকে ছিটকে গেলেন নিউ জিল্যান্ডের লকি ফার্গুসন। পার্থ টেস্টে ২৯৬ রানে হেরে যাওয়া ম্যাচে পায়ের পেশিতে চোট পান ডান হাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 01:45 PM
Updated : 16 Dec 2019, 01:58 PM

২৮ বছর বয়সী পেসার নিজের অভিষেক টেস্টের প্রথম দিনে চোট নিয়ে মাঠ ছাড়েন। এর আগে ৫২ রানে নেন ২ উইকেট। ফার্গুসনের চোট কাটিয়ে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানান নিউ জিল্যান্ডের কোচ গ্রে স্টিড।

ফার্গুসনের বদলির নাম মঙ্গলবার জানানো হবে বলে জানান স্টিড।

তবে দ্বিতীয় টেস্টের আগে ট্রেন্ট বোল্ট পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন বলে আশাবাদী স্টিড। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি বাঁ হাতি এই পেস বোলার।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর, মেলবোর্নে।