ওয়েস্ট ইন্ডিজ দলকে বড় অঙ্কের জরিমানা

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রান তাড়ার রেকর্ড গড়ে জয়ের আনন্দ একটু যেন ফিকে হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচে মন্থর ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে ক্যারিবিয়ানদের। সবাইকে গুণতে হচ্ছে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 11:10 AM
Updated : 16 Dec 2019, 11:10 AM

ওভার রেটের কারণে এত বড় জরিমানা থেকে ধারণা করা যায়, অপরাধ কতটা গুরুতর। রোববার চেন্নাইয়ে ম্যাচটিতে নির্ধারিত সময়ে চার ওভার কম বোলিং করেছিল ক্যারিবিয়ানরা!

ম্যাচ শেষে ম্যাচ রেফারি ডেভিড বুন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের জরিমানার সিদ্ধান্তের কথা জানান। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা হয়।

ম্যাচ রেফারির অভিযোগে দায় মেনে নেন  কাইরন পোলার্ড। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

ম্যাচে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড। ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে বিরাট কোহলির দল। জবাবে শিমরন হেটমায়ার ও শেই হোপের সেঞ্চুরিতে সহজেই লক্ষ্যে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে এর চেয়ে বড় রান তাড়া করে জেতেনি আর কোনো দল।