ইংল্যান্ড সিরিজের আগে এনগিডিকে হারাল প্রোটিয়ারা

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আরেকটি ধাক্কা হয়ে এলো লুঙ্গি এনগিডির চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 03:47 PM
Updated : 15 Dec 2019, 03:47 PM

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাযানসি সুপার লিগের ফাইনালে পৌঁছেছে এনগিডির দল। ফাইনালের আগে শুক্রবার ওয়ার্ম-আপের সময়ে চোট পান তরুণ বোলার। পরে শনিবার স্ক্যানে ধরা পড়ে গ্রেড ওয়ান টিয়ার। ১৬ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনালে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না এনগিডি।

ক্রিকেট সাউথ আফ্রিকার চিফ মেডিকেল অফিসার জানান, পুরোপুরি ফিট হয়ে উঠতে জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে এনগিডির। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার কোনো সম্ভাবনা নেই তার। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’ টেস্ট শুরু হবে সিরিজ। ২৪ জানুয়ারি জোহানেসবার্গে হবে শেষ ম্যাচ।

গত শনিবার দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে যোগ দেওয়া মার্ক বাউচারের এই সিরিজ দিয়ে শুরু হবে নতুন চ্যালেঞ্জে পথচলা। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে নিজেদের শেষ পাঁচ টেস্টেই হেরেছে দক্ষিণ আফ্রিকা।