বিপিএলের খাবার খেয়ে অসুস্থ সাংবাদিকরা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে সরবরাহকৃত দুপুরের লাঞ্চ ও সন্ধ্যার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন সাংবাদিকরা। তাদের অভিযোগের পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান পাল্টেছে বিসিবি। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 12:34 PM
Updated : 15 Dec 2019, 11:33 AM

এখন পর্যন্ত ১৭ সাংবাদিকসহ অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে বাথরুমে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রেসবক্সে কর্মরত মিডিয়াকর্মীদেরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। একসঙ্গে এতজনের অসুস্থ হয়ে পড়ার পর শনিবার খাবার সরবরাহকারী রেস্তোরাঁর সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।

এবারের আসরে লাঞ্চ ও সন্ধ্যার নাস্তা সরবরাহ করেছে ‘সেভেনহিল রেস্টুরেন্ট’। বাংলা মোটরে সকালে তৈরি খাবার মাঠে আসতে আসতে হয়ে যায় ঠাণ্ডা। টুর্নামেন্ট শুরুর দিন থেকেই প্রশ্ন উঠছিল, পরে এক সঙ্গে অনেকেই অসুস্থ হয়ে পড়লে ব্যাপারটি গুরুতর হয়ে যায়।

অনেক সাংবাদিকই বিপিএলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছেন। মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক জাহিদ চৌধুরী জানান, বাসায় ফেরার পর এক পর্যায়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি।

অনেকেই অসুস্থ হয়ে যাওয়ায় মাঠে আসতে পারছেন না। অফিসে যেতে পারছেন না, শরীর হয়ে পড়েছে দুর্বল। বমি, মাথা ব্যথা, জ্বর আর ডায়রিয়ায় কাহিল হয়ে পড়েছেন।

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস জানান, বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

“আমরা এরই মধ্যে ওদের না করে দিয়েছি। আজ থেকেই নতুন জায়গা থেকে খাবার আসবে। কেন এমন হলো, খতিয়ে দেখা হচ্ছে।”