পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন হেইজেলউড

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় পার্থ টেস্টে আর বল করতে পারছেন না অস্টেলিয়ার পেসার জশ হেইজেলউড। শুধু এই ম্যাচে নয় সিরিজের বাকি ম্যাচগুলোতেও শঙ্কা জেগেছে তার খেলা নিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 08:46 AM
Updated : 15 Dec 2019, 10:10 AM

দিবা-রাত্রি টেস্টের দ্বিতীয় দিনে বল করার সময়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান হেইজেলউড। নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরান ওপেনার জিত রাভালকে। নিজের দ্বিতীয় ওভারে মাত্র দুই বল করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র চলতি টেস্টে তার আর বল না করার বিষয়টি নিশ্চিত করেন। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে পারেন হেইজেলউড।

হেইজেলউড না থাকায় টেস্টের বাকিটা সময়ে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলাতে হবে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে। সিরিজের বাকি ম্যাচগুলোতে হেইজেলউড খেলতে না পারলে তার জায়গায় দলে আসতে পারেন জেমস প্যাটিনসন বা অভিষেকের অপেক্ষায় থাকা মাইকেল নেজার।

এর আগে ম্যাচের প্রথম দিনে পায়ের পেশিতে চোট পেয়ে এই টেস্ট থেকে ছিটকে যান নিউ জিল্যান্ডের গতিময় পেসার লকি ফার্গুসন।