রাওয়ালপিন্ডি টেস্টে ভেসেই গেল চতুর্থ দিনের খেলা

প্রতিদিনই যেন বৃষ্টির দাপট বাড়ছে রাওয়ালপিন্ডিতে। কমছে মাঠের লড়াইয়ের দৈর্ঘ্য। বৃষ্টির বাধায় টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ১৮.২ ওভার। আর তৃতীয় দিনে কেবল ৫.২ ওভার। এরই ধারাবাহিকতায় যেন এবারে ভেসে গেল চতুর্থ দিনের খেলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 08:15 AM
Updated : 14 Dec 2019, 08:15 AM

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চতুর্থ দিনে মাঠেই নামতে পারেনি দুই দল। আগের রাতের ভারী বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। দুপুর নাগাদ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। 

এর আগে তৃতীয় দিনে বৃষ্টিতে ভেসে যায় প্রথম সেশনের খেলা। লাঞ্চের পর মাত্র ৫.২ ওভার খেলা হয়ে আবারও থেমে যায় আলোকসল্পতায়। এই সময়ে আর কোনো উইকেট না হারিয়ে ১৯ রান যোগ করে শ্রীলঙ্কা।

চতুর্থ দিন শেষে সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ২৮২ রান। ১৩টি চারে ৮৭ রানে ব্যাট করছেন দনাঞ্জয়া ডি সিলভা, ৬ রান নিয়ে আছেন দিলরুয়ান পেরেরা।

আলোকসল্পতায় টেস্টের প্রথম দিন ২২.৫ ওভার খেলা কম হয়েছিল। দ্বিতীয় দিনে দুই ভাগে মোট ৮২ মিনিট খেলা হয়।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯১.৫ ওভারে ২৮২/৬ (আগের দিন ২৬৩/৬)(করুনারত্নে ৫৯, ফার্নান্দো ৪০, কুসল ১০, ম্যাথিউস ৩১, চান্দিমাল ২, দনাঞ্জয়া ৮৭*, ডিকভেলা ৩৩, পেরেরা ৬*; আব্বাস ২৪-৯-৫৬-১, শাহিন ২২-৭-৫৮-২, শিনওয়ারি ১৫-৪-৫৪-১, নাসিম ২৪.৫-৫-৮৩-২, হারিস ৩-০-১২-০, মাসুদ ১-১-০-০, শফিক ২-০-৮-০)