ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই রুট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2019 09:52 PM BdST Updated: 13 Dec 2019 09:52 PM BdST
দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। আর ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন চার নতুন মুখ।
আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় রেখে অন্যান্য খেলোয়াড়দের যাচাই করে নিতে চা্ন ইংল্যান্ডের নির্বাচকরা। তবে তাদের পরিকল্পনায় রুট ভালোভাবেই আছেন।
শুক্রবার একই সঙ্গে ঘোষণা করা তিন ম্যাচের ওয়ানডে দলে নেই বিশ্বকাপ জয়ী পেসার লিয়াম প্লানকেট। বিশ্রাম পেয়েছেন জফ্রা আর্চার, জস বাটলার, বেন স্টোকস ও মার্ক উড। তবে এদের সবাই আছেন টি-টোয়েন্টি দলে।
প্রথমবারের মতো ৫০ ওভারের ক্রিকেটের দলে ডাক পেয়েছেন টম ব্যান্টন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ ও ম্যাট পার্কিনসন। টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া অলরাউন্ডার মইন আলি আছেন দুই দলেই।
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই এই সংস্করণে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ ফেব্রুয়ারি, কেপটাউনে। পরের দুটি ওয়ানডে হবে ৭ ও ৯ ফেব্রুয়ারি। আর টি-টোয়েন্টি তিনটি হবে ১২, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি।
ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েইন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস
টি-টোয়েন্টির ওয়ানডে দল: ওয়েইন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, দাভিদ মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ