মুস্তাফিজের বোলিংয়ে হতাশ ও বিরক্ত হাবিবুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2019 07:33 PM BdST Updated: 12 Dec 2019 07:33 PM BdST
বোলিংয়ে বৈচিত্র্য খুব একটা চোখে পড়ে না। মাথা খাটানোর প্রতিফলনও পড়ছে না। হারিয়ে গেছে ইয়র্কার। লাইন-লেংথ ও স্কিল, সবই প্রায় অনুমিত। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজের বোলিংয়ের দুর্দশায় হতাশ হাবিবুল বাশার। বাঁ হাতি পেসারের উন্নতির চেষ্টা না দেখেও বিরক্ত এই জাতীয় নির্বাচক।
মুস্তাফিজকে নিয়ে সাম্প্রতিক হতাশার অধ্যায়ে সবশেষ সংযোজন ছিল বিপিএলের উদ্বোধনী দিনের পারফরম্যান্স। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলার পথে তাকে টানা চারটি ছক্কা মারেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা। একের পর এক ছক্কা মারলেও লেংথ বদলানো বা ভিন্ন কিছু করতে দেখা যায়নি মুস্তাফিজকে।
শুধু এই ম্যাচেই নয়, মুস্তাফিজের বোলিংয়ের এই চিত্র এখন নিয়মিত। এই বছর বাংলাদেশের হয়ে ৭ টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন কেবল ৪টি, ওভারপ্রতি দিয়েছেন প্রায় ৯ রান করে।
পরিসংখ্যানের যে জীর্ণ দশা, তার মাঠের বোলিং ছিল সম্ভবত আরও করুণ। খুব প্রভাব ফেলতে পারছেন না, কার্যকারিতা ততটা নেই, ব্যাটসম্যানদের ভাবাতে পারছেন না। গভীর কোনো চিন্তা-ভাবনার প্রতিফলনও পড়ছে না বোলিংয়ে। নতুন অস্ত্র যোগ করা বহুদূর, তার বোলিংয়ে চোখে পড়ছে না পুরানো অনেক কিছুও।
এই সব কিছুই ভাবাচ্ছে হাবিবুলকে। জাতীয় নির্বাচক তো তিনি বটেই, এবারের বিপিএলে রংপুর রেঞ্জার্সের টেকনিক্যাল পরামর্শক। তার মতে, নিজেকে নিয়ে ভাবতে হবে মুস্তাফিজকে।
“আমার মনে হচ্ছে ওকে চিন্তা করতে হবে। আমরা ব্যাটসম্যানরা, বোলাররা চিন্তা করি ম্যাচ শেষে যে কী হচ্ছে। ইটস হাই টাইম ফর হিম, ভাবতে হবে যে ব্যাটসম্যান আমাকে পড়ে ফেলছে, দ্বিতীয় পরিকল্পনায় যেতে হবে। কোচ হয়তো তাকে বলবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেটারকেও বুঝতে হবে, আমার কিভাবে বোলিং করা উচিত।”
“প্রথম ম্যাচে দুই ওভার সে দারুণ বোলিং করেছে। শেষ দুই ওভারে সে অনেকটা প্রেডিক্টেবল ছিল। একই লেংথে বোলিং করছে, একইভাবে মার খাচ্ছে। বোলার মার খেতেই পারে। টি-টোয়েন্টিতে শানাকা তো দারুণ ব্যাটসম্যান। কিন্তু সমস্যা হলো, মুস্তাফিজ আলাদা কিছু করার চেষ্টা করছিল না।”
‘আলাদা’ কিছু চেষ্টা করার ক্ষেত্রে হাবিবুলের মনে পড়ছে মুস্তাফিজের ইয়র্কারের কথা। একসময় দারুণ সব ইয়র্কার করতেন এই বাঁহাতি পেসার। কিন্তু এখন তা হয়ে উঠেছে বিরল। শেষ কবে ভালো ইয়র্কার করেছেন, মুস্তাফিজ নিজেও হয়তো জানেন না। হাবিবুলের মতে, এতে আরও অনুমেয় হয়ে পড়েছে মুস্তাফিজের বলে শট খেলা।
“আমার মনে আছে, অনেক আগে জিম্বাবুয়ের এক ব্যাটসম্যান আমাকে জিজ্ঞেস করেছিল মুস্তাফিজের কাটার সামলানোর উপায়। আমি বলেছিলাম, ক্রিজ থেকে এগিয়ে এসে দাঁড়াতে, তাহলে কাটারের কার্যকারিতা কমে যাবে। তখন ওই ব্যাটসম্যান বলেছিল, ‘এগিয়ে দাঁড়ালে তো ১৪০ কিলোমিটার গতিতে ইয়র্কার মারে!’ তো, ব্যাটসম্যানদের তখন অনেক ভাবনা ছিল ওকে নিয়ে। এখন নেই।”
“গত এক বছরে মুস্তাফিজের ইয়র্কার প্রায় হারিয়ে গেছে। আগে দারুণ একটা ইয়র্কার ছিল। স্লোয়ার বল এখনও আছে। পেসও আস্তে আস্তে বাড়ছে। এখন মোটামুটি ভালো পেসেই বল করছে। কিন্তু ইয়র্কার মিসিং। সে একটু বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এটাই আমার দুর্ভাবনার জায়গা। ব্যাটসম্যানরা বুঝে ফেলছে যে ও কী করতে যাচ্ছে।”
মুস্তাফিজকে এখনও বিশেষ সামর্থ্যের বোলার বলে মনে করেন হাবিবুল। তবে সেই সামর্থ্যের প্রমাণ আরও নিয়মিত দেখতে চান তিনি।
“মুস্তাফিজ এরকম করতে থাকলে সবার জন্যই সমস্যা। দেখুন, সে কিন্তু উইকেট পাচ্ছে। গত এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ও। কিন্তু খুব খরুচে হয়ে যাচ্ছে। শেষের দিকে অনেক রান দিচ্ছে। আমাদের মূল ডেথ বোলার মুস্তাফিজ। সে যদি খরুচে বোলিং করে, তাহলে পুরো দলের ওপরই চাপ চলে আসে।”
“সে স্পেশাল বোলার। এজন্যই চাওয়াটা একটু বেশি থাকে। ও যদি খরুচে হয়, তাহলে বাকিদের দিয়ে কভার করা মুশকিল। দিনশেষে পার্থক্য করে দেয় পারফরম্যান্সই। সে স্পেশাল বোলার, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তাকে এটা নিয়মিত প্রমাণ করতে হবে।”
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ