রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির দাপট

বৃষ্টির বাধায় রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১৮.২ ওভার। আগের দিনের স্কোরের সঙ্গে এক উইকেট হারিয়ে ৬১ রান যোগ করেছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 11:23 AM
Updated : 12 Dec 2019, 11:25 AM

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই ভাগে মোট ৮২ মিনিট খেলা হয়। এই সময়ে কেবল নিরোশান ডিকভেলার উইকেট নিতে পারে পাকিস্তান।

দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান। ১১টি চারে ৭২ রানে ব্যাট করছেন দনাঞ্জয়া ডি সিলভা, ২ রান নিয়ে আছেন দিলরুয়ান পেরেরা।

একই কারণে প্রথম দিন ২২.৫ ওভার খেলা কম হয়েছিল।

৫ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করে লঙ্কানরা। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন দনাঞ্জয়া। ৮ ওভার পর বাগড়া দেয় বৃষ্টি।

দুপুরের পর আবার বল মাঠে গড়ায়। নতুন বলে ডিকভেলাকে গালিতে ক্যাচ বানান শাহিন শাহ আফ্রিদি। ৩৩ রান করে ফেরেন লঙ্কান কিপার-ব্যাটসম্যান। এরপর খেলা হয়ছে মাত্র ২ ওভার।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনও বৃষ্টির সম্ভাবনা আছে রাওয়ালপিন্ডিতে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৬.৩ ওভারে ২৬৩/৬(আগের দিন ২০২/৫)(করুনারত্নে ৫৯, ফার্নান্দো ৪০, কুসল ১০, ম্যাথিউস ৩১, চান্দিমাল ২, দনাঞ্জয়া ৭২*, ডিকভেলা ৩৩, পেরেরা ২*; আব্বাস ২৪-৯-৫৬-১, শাহিন ১৯.৩-৭-৪৭-২, শিনওয়ারি ১৫-৪-৫৪-১, নাসিম ২২-৪-৭৫-২, হারিস ৩-০-১২-০, মাসুদ ১-১-০-০, শফিক ২-০-৮-০)