ধাওয়ানের বদলে ওয়ানডে দলে মায়াঙ্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। বাঁহাতি এই ব্যাটসম্যানের পরিবর্তে ডাক পেয়েছেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 02:37 PM
Updated : 11 Dec 2019, 02:37 PM

গত মাসে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে ম্যাচে খেলার সময়ে চোট পান ধাওয়ান। তার বাঁ হাঁটুতে বেশ কয়েকটি সেলাই পড়ে। মঙ্গলবার এক বিবৃতিতে অভিজ্ঞ এই ক্রিকেটারের সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলে জানায় বিসিসিআই।

ওয়ানডেতে এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি মায়াঙ্কের। তবে টেস্টে দেশের হয়ে দারুণ ছন্দে আছেন তরুণ এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই সিরিজে করেছেন দুই ডাবল সেঞ্চুরি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর। চেন্নাইয়ে হবে দুই দলের প্রথম লড়াই।

ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত, শিবাম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।