মিঠুনকে ছাপিয়ে ইমরুল-ওয়ালটন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2019 03:34 PM BdST Updated: 12 Dec 2019 12:39 AM BdST
ম্যাচ যখন শুরু হলো, ২০০ টাকা টিকেটের গ্যালারিতে তখন মনে হয় ২০০ দর্শকও নেই। খেলা শুরুর পর অবশ্য ক্রমে দর্শক বেড়েছে কিছু। তারপরও বিপিএলের উদ্বোধনী ম্যাচে দর্শক উপস্থিতি হতাশাজনক। দুই দলে নেই বড় কোনো তারকাও। সবকিছু মিলিয়ে প্রেক্ষাপট সাদামাটা। সেই বর্ণহীন আবহকেই রাঙিয়ে তুলল দুই দলের ব্যাটিং। শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে মাতালেন মোহাম্মদ মিঠুন। সেই ইনিংস পরে আড়াল হয়ে গেল ইমরুল কায়েস ও চাডউইক ওয়ালটনের জুটিতে।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয় এনে দিয়েছে ইমরুল ও ওয়ালটনের জুটি। সিলেট থান্ডারকে হারিয়েছে তারা ৫ উইকেটে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার মিঠুন খেলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৪ রানের ইনিংস। ২০ ওভারে সিলেট তোলে ১৬২ রান। চট্টগ্রাম ম্যাচ শেষ করে এক ওভার বাকি রেখে।
গত বিপিএলে অধিনায়ক হিসেবে শিরোপা জিতলেও ব্যাটিংয়ে ইমরুল ছিলেন ব্যর্থ। ১৩ ইনিংস খেলে সর্বোচ্চ ছিল ৩৯। সেই ইমরুল এবার প্রথম ইনিংসেই চারে নেমে খেললেন ৫ ছক্কায় ৬১ রানের ইনিংস। ওয়ালটন অপরাজিত ৩০ বলে ৪৯ রানে।
এই জুটির আগে চট্টগ্রাম ছিল অস্বস্তিতে। রান তাড়ায় চতুর্থ ওভারে তারা পরপর দুই বলে হারায় জুনায়েদ সিদ্দিক ও নাসির হোসেনকে।
লঙ্কান ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দো খেলছিলেন দারুণ। কিন্তু তিনটি করে চার ও ছক্কায় ৩৩ রান করে বিদায় নেন তিনি। ব্যর্থ হন জিম্বাবুয়ের রায়ান বার্লও। নবম ওভারে চট্টগ্রামের রান তখন ৪ উইকেটে ৬৪।
সেখান থেকেই ইমরুল ও ওয়ালটনের দারুণ জুটি। মাহমুদউল্লাহ নেই, মিডল অর্ডারে ছিল না অভিজ্ঞ কেউ। ইমরুল হয়তো চারে নেমেছিলেন সে কারণেই। উইকেটে যাওয়ার পরপরই সোহাগ গাজিকে ছক্কায় আছড়ে ফেলেন গ্যালারিতে। ছুটতে থাকেন দারুণ গতিতে।
ক্যারিবিয়ান ব্যাটসম্যান ওয়ালটনও তাকে সঙ্গ দেন ঝড়ো ব্যাটিংয়ে। দুজনের জুটিতে চট্টগ্রাম এগোয় জয়ের পথে।
দুজনের ৮৬ রানের জুটি ভাঙে ইমরুলের বিদায়ে। ৩৮ বলে ৬১ করে ইমরুল যখন ফিরলেন, জয় তখন নাগালে। ওয়ালটন ফিরেন জয় সঙ্গে নিয়ে।

সিলেট ব্যাটিংয়ে নেমেছিল টস হেরে। চোটাক্রান্ত মাহমুদউল্লাহর জায়গায় চট্টগ্রামকে নেতৃত্ব দেওয়া রায়াদ এমরিট টস জিতে নামেন বোলিংয়ে। সাফল্য ধরা দেয় দ্রতই।
ম্যাচের দ্বিতীয় ওভারে রুবেল হোসেন ফেরান রনি তালুকদারকে। ৪ ওভার শেষে সিলেটের রান ছিল ২১।
এরপর গা ঝাড়া দেন জনসন চার্লস। টানা চার বলে বাউন্ডারি মারেন এমরিটকে। টানা দুটি বাউন্ডারি মুক্তার আলিকে। পাওয়ার প্লের ৬ ওভারে চট্টগ্রাম তোলে ৪৮ রান।
বিপজ্জনক হয়ে ওঠা চার্লসকে থামান নাসুম আহমেদ। এই বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়ে যায় ২৩ বলে ৩৫ রান করা চার্লস। এমরিট পরে বোলিংয়ে ফিরে ফিরিয়ে দেন লঙ্কান জিবন মেন্ডিসকে। সীমানায় দারুণ ক্যাচ নেন চাডউইক ওয়ালটন।
মিঠুনের সঙ্গে তখন উইকেটে যোগ দেন মোসাদ্দেক হোসেন। শুরুতে টাইমিং পেতে ধুঁকছিলেন দুজনই। এক পর্যায়ে মিঠুনের রান ছিল ১৯ বলে ১৫।
এরপর মুক্তারকে ছক্কা মেরে যেন জেগে ওঠেন মিঠুন। নাসুমের এক ওভারে মারেন দারুণ তিনটি ছক্কা। নাসির হোসেনকে এক্সট্রা কাভার দিয়ে দারুণ ছক্কায় ফিফটি স্পর্শ করেন ৩০ বলে।
একবার অবশ্য বেঁচে যান ক্যাচ দিয়েও। ৩৬ রানে শর্ট থার্ড ম্যানে তার ক্যাচ নিতে পারেননি জুনায়েদ সিদ্দিক।
মোসাদ্দেক তখনও ভুগছিলেন। তার রান ছিল ২০ বলে ৭। রায়ার্ন বার্লের টানা দুই বলে চার ও ছক্কায় চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরও ঠিক খুঁজে পাননি ছন্দ।
৩৫ বলে ২৯ রান করে মোসাদ্দেক আউট হন ইনিংসের শেষ ওভারে। চতুর্থ উইকেটে ৯৬ রানের জুটিতে মিঠুনের ব্যাট থেকেই আসে ৬৭ রান।
মিঠুন উইকেটে থাকার পরও অবশ্য শেষ দিকে প্রত্যাশিত গতিতে রান তুলতে পারেনি সিলেট। শেষ ৪ ওভার থেকে আসে কেবল ২৮ রান।
তারপরও সিলেটের রান ছিল লড়ার মতো। লড়াই হচ্ছিলও বেশ। কিন্তু পার্থক্য গড়ে দেয় ইমরুল ও ওয়ালটনের জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৬২/৪ (রনি ৫, চার্লস ৩৫, মিঠুন ৮৪*, মেন্ডিস ৪, মোসাদ্দেক ২৯, মিলণ ১*; নাসুম ৪-০-৩৪-১, রুবেল ৪-০-২৭-২, এমরিট ৪-০-৩৮-১, মুক্তার ৩-০-২২-০, নাসির ৪-০-২২-০, বার্ল ১-০-১৫-০)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯ ওভারে ১৬৩/৫ (ফার্নান্দো ৩৩, জুনায়েদ ৪, নাসির ০, ইমরুল ৬১, বার্ল ৩, ওয়ালটন ৪৯*, সোহান ৫*; সোহাগ ৪-০-৩৬-০, সান্টোকি ৪-০-৩৪-১, নাজমুল অপু ৩-০-২৩-২, ইবাদত ৪-০-৩৩-১, মোসাদ্দেক ১-০-৯-১, নাভিন ৩-০-২৭-০)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইমরুল কায়েস
-
১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ