‘পুরো বিপিএল সাকিবের অভাব অনুভব করবে’

সাকিব আল হাসানের অভাব অনুভব করে প্রতিটি দল। আন্দ্রে রাসেলের মতে, সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের জন্য অভাব বোধের জায়গাটা আরও বিস্তৃত। বাংলাদেশের সেরা ক্রিকেটারের অভাব অনুভব করবে গোটা বিপিএলই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 03:15 PM
Updated : 10 Dec 2019, 03:15 PM

আইসিসির নিষেধাজ্ঞার জন্য ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে খেলতে পারছেন না সাকিব। ছয় আসরের তিনটিতেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বাঁহাতি এই অলরাউন্ডারের সঙ্গে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ক্যারিবিয়ান তারকা রাসেলের। সাকিবের শক্তি-সামর্থ্য বেশ জানা আছে তার।

“পুরো বিপিএল সাকিবের অভাব অনুভব করবে। সে খুব ভালো একজন খেলোয়াড়। সে খুব স্মার্ট বোলার, ভালো ব্যাটসম্যান। বিশ্বকাপটা তার কেটেছে অসাধারণ।”  

ওয়াডার নিষেধাজ্ঞায় ২০১৭ সালে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রাসেল। সেই অভিজ্ঞতা থেকে জানেন কিসের মধ্য দিয়ে যেতে হচ্ছে সাকিবকে।

“সে এখনও বেশ তরুণ। আমিও এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। দৃঢ়ভাবে ফিরে আসতে হবে আর সঠিক ব্যাপারগুলোতে মনোযোগী হতে হবে।”

আগামী অক্টোবরে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।