বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

বিপিএলের টিকেটের মূল্য নিয়ে তোলপাড় হয়েছে আগেও। উচ্চমূল্যের কারণে গ্যালারি থেকে গেছে ফাঁকা। পরে কমানো হয়েছে দাম। এবারও চলছে সেই একই আয়োজন। বিপিএলের সবচেয়ে কম দামি টিকেটের মূল্যও এবার ২০০ টাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2019, 04:39 PM
Updated : 9 Dec 2019, 04:39 PM

এই দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকেট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ২ হাজার টাকা।   
 
ঢাকায় টুর্নামেন্টের প্রথম পর্বের জন্য শুধু রাখা হয়েছে এই দাম। পরের ধাপগুলোর টিকেটের দাম জানানো হবে পরে।
 
সর্বোচ্চ ও সর্বনিম্ন ক্যাটাগরির মাঝে আছে আরও দুই ক্যাটাগরির টিকেট। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে ৫০০ টাকায়, সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেট ৩০০ টাকা।
 
টুর্নামেন্ট শুরুর আগের দিন শুরু হচ্ছে টিকেট বিক্রি। মঙ্গলবার সকাল ৯টা থেকে টিকেট পাওয়া যাবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেইট সংলগ্ন টিকেট বুথ ও মিরপুর সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামের বুথে।

এছাড়াও অনলাইনে টিকেট পাওয়া যাবে তিনটি প্ল্যাটফর্মে, www.shohoz.com, www.paypoint.com.bd, ও www.gadgetbangla.com.

এবারের আসরের উদ্বোধনী লড়াইয়ে বুধবার দুপুরে মুখোমখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।