রোহিতকে ছাড়িয়ে টি-টোয়েন্টি রানের চূড়ায় কোহলি

১৫ রানে আউট রোহিত শর্মা, ১৯ রানে বিরাট কোহলি। ম্যাচে ৪ রানের এই পার্থক্য ক্যারিয়ারে গড়ে দিল ১ রানের ব্যবধান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে আপাতত শীর্ষে কোহলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 03:27 PM
Updated : 8 Dec 2019, 03:28 PM

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার হাতবদল হয়েছে শীর্ষস্থানের। জেসন হোল্ডারের বলে আউট হওয়ার পর রোহিতের মোট রান ২ হাজার ৫৬২। রোহিত আউট হওয়ার পরই উইকেটে যান কোহলি। ১৯ রানের সময় পেরিয়ে যান রোহিতকে। আউটও হন সেখানেই। তার রান এখন ২ হাজার ৫৬৩।

কোহলি অবশ্য ইনিংস খেলেছেন অনেক কম, ৬৯টি। রোহিতের ইনিংস ৯৫টি। ব্যাটিং গড়েও কোহলি এগিয়ে অনেক। ভারতীয় অধিনায়কের গড় ৫১.২৬, রোহিতের ৩১.৬২।

কোহলি অবশ্য এখনও সেঞ্চুরির স্বাদ পাননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। রোহিতের আছে ৪ সেঞ্চুরির, যা বিশ্ব রেকর্ড।

এই সিরিজে তো বটেই, সামনের পথচলায়ও এই দুজনের লড়াই জমবে দারুণ, সন্দেহ নেই।

রানের তালিকায় কোহলি ও রোহিতের পর আছেন মার্টিন গাপটিল। নিউ জিল্যান্ডের ওপেনারের রান ২ হাজার ৪৩৬। পাকিস্তানের শোয়েব মালিক চারে ২ হাজার ২৬৩ রান নিয়ে। ব্রেন্ডন ম্যাককালামের রান ২ হাজার ১৪০।