দিবা-রাত্রির টেস্ট নিয়ে দুই মেরুতে সৌরভ-কোহলি

কলকাতায় দিবা-রাত্রির টেস্ট সফল আয়োজনের পর গোলাপি বলের ক্রিকেট নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, ভারতের প্রতিটি সিরিজেই থাকা উচিত অন্তত একটি করে দিবা-রাত্রির টেস্ট। তার সঙ্গে অবশ্য একমত নন বিরাট কোহলি। গোলাপি বলের ক্রিকেট নিয়মিত হওয়া উচিত নয় বলে আগেই নিজের মত জানিয়েছিলেন ভারত অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 01:29 PM
Updated : 3 Dec 2019, 01:51 PM

গত মাসে বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলে ভারত। গোলাপি বলে বাংলাদেশেরও সেটি ছিল প্রথম টেস্ট। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দারুণ সাড়া পাওয়ায় গোলাপি বলের ক্রিকেটকেই টেস্টের এগিয়ে যাওয়ার পথ বলে মনে করেন সৌরভ। ‘দ্য উইক’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দিবা-রাত্রির টেস্ট নিয়মিত আয়োজনের পক্ষে নিজের মত জানান তিনি।

“আমি এটা নিয়ে খুব আশাবাদী। আমার মনে হচ্ছে, এটাই সামনে এগোনোর পথ। প্রতিটা টেস্ট নয়, কিন্তু সিরিজে অন্তত একটা গোলাপি বলের টেস্ট।”

কলকাতায় দিবা-রাত্রির টেস্টের প্রতি দর্শকদের আগ্রহ দেখে ভারতের অন্য মাঠগুলোতেও গোলাপি বলের টেস্ট আয়োজনের কথা ভাবছেন সৌরভ।

“আমি বোর্ডের সামনে আমার অভিজ্ঞতা তুলে ধরব। আর অন্যান্য জায়গাতেও আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব।”

“এই ম্যাচের পর, সবাই প্রস্তুত। কেউই ৫,০০০ মানুষের সামনে টেস্ট ক্রিকেট খেলতে চায় না।”

অন্যদিকে, দিবা-রাত্রির টেস্টকে ব্যতিক্রম ঘটনা হিসেবেই দেখতে চান কোহলি। কলকাতার টেস্টের আগে তেমনটাই বলেছিলেন তিনি।

“আমি মনে করি, দিবা-রাত্রির টেস্ট একবার খেলা যেতে পারে। এটা নিয়মিত হওয়া উচিত নয়।”