না খেলেই বাদ ব্যানক্রফট

পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া সিরিজের ১৪ সদস্যের দলের ১৩ জনই টিকে গেলেন। ছিটকে গেলেন শুধু ক্যামেরন ব্যানক্রফট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানকে বাদ দিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 12:25 PM
Updated : 3 Dec 2019, 12:25 PM

পাকিস্তানের বিপক্ষে সিরিজের কোনো ম্যাচেই অবশ্য খেলার সুযোগ হয়নি ব্যানক্রফটের। তবে আসছে সিরিজের দলে জায়গা হারালেও তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে বলে মঙ্গলবার জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান ট্রেভর হন্স।

দলে জায়গা ধরে রেখেছেন শৃঙ্খলাজনিত কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে যাওয়া ব্যাকআপ পেসার জেমস প্যাটিনসন ও টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মাইকেল নেসের।

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা সিরিজে দারুণ বোলিং করেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। অ্যাশেজে নিয়মিত বোলিং লাইনআপে পরিবর্তন আনলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে পেস আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনা নেই খুব একটা।

টপ অর্ডার ব্যাটসম্যানরাও এই সিরিজে খেলেন দারুণ। স্টিভেন স্মিথের বিরল ব্যর্থতার সিরিজের দুই ম্যাচেই সেঞ্চুরি করেন মারনাস লাবুশেনের ব্যাট থেকে। অ্যাডিলেইডে ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার।

ট্রেভর হন্স জানান, পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় রাখতেই দলে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

“পাকিস্তান সিরিজের আগে আমরা যেমনটা বলেছিলাম, মূল কিছু খেলোয়াড়দের নিয়ে আমরা একটা দল তৈরির চেষ্টায় আছি। পাকিস্তানের বিপক্ষে সব বিভাগেই দলের পারফরম্যান্স ছিল দারুণ, তবে সবসময়ই আরও উন্নতির জায়গা থাকে।”

“আমরা বর্তমান ব্যাটিং লাইনআপে ভরসা রাখছি যেন তারা পরের তিন টেস্টেও নিজেদের ফর্ম ধরে রাখতে পারে। স্কোয়াডের অংশ না হলেও ব্যানক্রফট স্ট্যান্ডবাই হিসেবে থাকবে। এছাড়া কন্ডিশনের ওপর ভিত্তি করে সিরিজ চলাকালীন সময়ে আমরা স্কোয়াডে একজন ক্রিকেটার অন্তর্ভূক্ত করতে পারব।”

আগামী ১২ ডিসেম্বর পার্থে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। 

টেস্টের অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন জশ হেইজেলউড, জেমস প্যাটিনসন, মাইকেল নেসের।