
শাহাদাতের ঘটনায় শহীদ-সানিরও শাস্তি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019 12:13 AM BdST Updated: 02 Dec 2019 12:21 AM BdST
যে ঘটনায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শাহাদাত হোসেন, সেই ঘটনায় নিজেদের ভূমিকার জন্য ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি জুনিয়রকে। আপাতত দুজনের খেলা চালিয়ে যেতে বাধা নেই। তবে ১ বছরের মধ্যে কোনো ধরনের বিতর্কে আবার জড়ালে তখন থেকেই কার্যকর হবে নিষেধাজ্ঞা।
জাতীয় লিগের ম্যাচে এই আরাফাত সানির গায়ে হাত তুলেই ২ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে শাহাদাতকে। ঘটনায় সানিরও কিছুটা দায় পাওয়া গেছে বলে তাকে দেওয়া হলো শাস্তি। আর শহীদ শাস্তি পেলেন ঘটনার সূত্রপাত তার হাত ধরেই হয়েছিল বলে।
স্থগিত নিষেধাজ্ঞার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমতে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন। পাশাপাশি জানিয়েছেন, মাঠের পাশাপাশি দুজনের মাঠের বাইরের আচরণও থাকবে পর্যবেক্ষণে।
“শহীদ ও সানিকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খুব সতর্কভাবে ওদের আচরণ পর্যবেক্ষণ করা হবে এখন থেকে। একটা কথা স্পষ্ট করে দুজনকেই বলে দেওয়া হয়েছে, শুধু মাঠের ভেতরে নয়, তাদের মাঠের বাইরের আচরণও দেখা হবে গুরুত্ব দিয়ে। কোনো ধরনের বিতর্কিত কিছু ওদের আচরণে পেলেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।”
গত ১৭ নভেম্বর খুলনায় জাতীয় লিগের ম্যাচে বল ঘষে উজ্জ্বল করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে অফ স্পিনিং অলরাউন্ডার সানিকে মাঠেই চড়-থাপ্পর মারেন শাহাদাত। সতীর্থরা একরকম জোর করে শাহাদাতকে মাঠের বাইরে নিয়ে যান। আচরণবিধি লেভেল ৪ ভঙ্গ করার দায়ে ম্যাচ রেফারি শেষ দুই দিনের জন্য ম্যাচ থেকে বহিষ্কার করেন শাহাদাতকে। পরে টেকনিক্যাল কমিটি বড় শাস্তি দেয় শাহাদাতকে।
এরপর ম্যাচ রেফারির প্রতিবেদন থেকেই জানা যায়, ঘটনার সূত্রপাত ছিল পেসার শহীদের হাত ধরে। তিনিই প্রথম ঝামেলা বাঁধিয়েছিলেন সানির সঙ্গে। সেটিরই শাস্তি পেলেন শহীদ। সানির ভূমিকা নিয়ে তখন প্রশ্ন ততটা ওঠেনি। তবে শুনানিতে ডাকার পর তারও দায় পাওয়া যায়।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- চলে গেলেন পৃথ্বীরাজ
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর
- শুধু সান্ধ্য নয়, হরেক রকম কোর্স পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়
- মাশরাফিদের সঙ্গে পারল না মোসাদ্দেকের সিলেট
- প্রথম ধাপে ১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ
- পাকিস্তান যেতে ক্রিকেটারদের জোর করবে না বিসিবি