লারার রেকর্ড ভাঙতে ওয়ার্নারের বাজি রোহিত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2019 09:10 PM BdST Updated: 01 Dec 2019 09:11 PM BdST
-
ছবি: আইপিএল
অ্যাডিলেইডে যেভাবে খেলছিলেন ডেভিড ওয়ার্নার, তাতে ব্রায়ান লারার রেকর্ড মনে হচ্ছিল হুমকির মুখে। শেষ পর্যন্ত অবশ্য দল ইনিংস ঘোষণা করায় অনেক আগেই থামতে হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনারকে। তবে নিজে আপাতত না পারলেও টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ভাঙা সম্ভব বলেই মনে করেন ওয়ার্নার। আর তা করতে পারেন রোহিত শর্মা!
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখনও সেটিই।
পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে লারার রেকর্ডের দিকেই ছুটছিলেন ওয়ার্নার। সময় ছিল পর্যাপ্ত, উইকেটে তাকে মনে হচ্ছিল অপ্রতিরোধ্য। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতিতে বরাবরই ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে প্রাধান্য দেওয়া হয় সবসময়ই। দলের জয়ের ভাবনাতেই ওয়ার্নারকে ৩৩৫ রানে রেখে ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক টিম পেইন।
নিজে শেষ পর্যন্ত রেকর্ডের পানে ছুটতে না পারলেও সম্ভাব্য একজনকে সেই উচ্চতায় দেখতে পাচ্ছেন ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত অভাবনীয় অনেক কিছু উপহার দিয়েছেন রোহিত। খেলেছেন ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস, একাই করেছেন তিন-তিনটি ডাবল সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন অনেকের কল্পনার সীমাকেও। টেস্ট ব্যাটসম্যান রোহিত এখনও সেই উচ্চতায় উঠতে পারেননি। তবে ওয়ার্নারের বাজি রোহিতই।
“আমাদের মাঠগুলোর সীমানা অনেক বড়, কখনও কখনও তাই কাজটা বেশ কঠিন। যখন ক্লান্তি পেয়ে বসে, তখন ভালোভাবে চেষ্টা করাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। দ্রুত রান তোলার জন্য শেষ দিকে আমি চেষ্টা করছিলাম দৌড়ে ডাবল নিতে, কারণ মনেই হচ্ছিল না যে সীমানা ছাড়া করতে পারব।”
“আমি মনে করি একদিন এই রেকর্ডটা (ব্যক্তিগত সর্বোচ্চ রান) ভাঙবে। যদি একজন ব্যাটসম্যানের নাম বলতেই হয়, আমার মনে হয়, এটি হতে পারেন রোহিত শর্মা, অবশ্যই। ”
২০১৩ সালে টানা দুই টেস্টে সেঞ্চুরিতে রোহিতের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল। তবে পরে পারফরম্যান্সে আসে ভাটার টান। দলে জায়গাও হারান। তবে গত অক্টোবরে আবার দলে ফিরিয়ে তাকে ওপেনিংয়ে তুলে আনার পর ইঙ্গিত দিয়েছেন দারুণ কিছুর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এক টেস্টে জোড়া সেঞ্চুরির পর আরেক টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে অবশ্য ভালো করতে পারেননি।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ডলারের তেজ খানিকটা কমল
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’