বিপিএল শুরুর আগেই পেছাল ম্যাচ শুরুর সময়

বিপিএলের ম্যাচ শুরুর সময় বদলে যাওয়া নতুন কিছু নয়। কখনও দর্শক টানতে, কখনও রাতের শিশিরের কারণে আগের আসরগুলোয় বদলেছে সময়। এবার তবু একটু ব্যতিক্রম। টুর্নামেন্ট শুরুর আগেই এক দফায় বদলে গেল ম্যাচ শুরুর সময়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 01:26 PM
Updated : 1 Dec 2019, 01:27 PM

শুক্রবারের ম্যাচগুলোর শুরুর সময় অবশ্য বদলায়নি। আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়। তবে শনিবারসহ অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরুর নতুন সময় দুপুর দেড়টা, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আগের সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচের শুরুর সময় ছিল দুপুর সাড়ে ১২টা, পরের ম্যাচ বিকেল ৫টা ২০ মিনিটে।

এবার বিপিএলের খেলা হবে পাঁচ ধাপে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ৮ ডিসেম্বর, খেলা শুরু ১১ ডিসেম্বর। ১১ থেকে ১৪ ডিসেম্বর প্রথম ধাপ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। দুই দিন বিরতি দিয়ে ১৭ ডিসেম্বর থেকে খেলা চট্টগ্রামে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা হবে ১৭ ও ১৮ ডিসেম্বর, ২০ ও ২১ ডিসেম্বর, ২৩ ও ২৪ ডিসেম্বর। মাঝে ১৯ ও ২২ ডিসেম্বর থাকবে বিশ্রাম।

২৫ ও ২৬ ডিসেম্বর আবার দুই দিনের বিরতি। ২৭ ডিসেম্বর থেকে ফের শুরু হবে মিরপুর পর্ব। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সিলেটে খেলা হবে তিন দিন, ২ থেকে ৪ জানুয়ারি। আবার মিরপুর পর্ব শুরু ৭ জানুয়ারি।

টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে ১৩ জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ১৫ জানুয়ারি। ফাইনাল ১৭ জানুয়ারি। শেষ চারের লড়াই ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।