ওয়ার্নার-লাবুশেনের রেকর্ড জুটি, প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2019 07:06 PM BdST Updated: 29 Nov 2019 07:51 PM BdST
-
ছবি: আইসিসি
-
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
ম্যাচ তখনও শুরু হয়নি; অ্যাডিলেডের আকাশ থেকে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। এরপরও দিবা-রাত্রির টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টিম পেইন। অস্ট্রেলিয়া অধিনায়কের সিদ্ধান্ত শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত তা যথার্থ প্রমাণ করেছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। বৃষ্টিবিঘ্নিত দিনে দুজনে দারুণভাবে সামলেছেন পাকিস্তানের বোলিং। দুজনেই তুলে নিয়েছেন টানা সেঞ্চুরি, গড়েছেন দিবা-রাত্রির টেস্টে জুটির রেকর্ড। তাতে প্রথম দিনেই কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান।
অ্যাডিলেড ওভালে শুক্রবার ১ উইকেটে ৩০২ রান তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার-লাবুশেনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ২৯৪ রান। দিবা-রাত্রির টেস্টে যা যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড।
সিরিজের প্রথম টেস্টের একমাত্র ইনিংসে ১৫৪ রান করা ওয়ার্নার এবার অপরাজিত আছেন ২২৮ বলে ১৯টি চারে ১৬৬ রানে। ব্রিজবেনে ১৮৫ রানের ম্যাচসেরা ইনিংস খেলা লাবুশেন অপরাজিত ২০৫ বলে ১৭টি চারে ১২৬ রান করে।
ব্রিজবেনে ইনিংস ব্যবধানে জয় পাওয়া দলের উপরেই আস্থা রাখে অস্ট্রেলিয়া। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান। বাদ পড়েছেন টপ-অর্ডার হারিস সোহেল, পেসার ইমরান খান ও ১৬ বছর বয়সে অভিষেক হওয়া পেসার নাসিম শাহ। টপ-অর্ডারে ফিরেছেন ইমাম-উল হক, বোলিংয়ে মোহাম্মাদ আব্বাস। অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী তরুণ পেসার মোহাম্মাদ মুসার।

ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ে এসে প্রথম বলেই শাহিনের বলে পরাস্থ হন লাবুশেন। কিন্তু বোলারের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাকি সময়ে বোলারদের কোন সুযোগই দেয়নি ওয়ার্নার-লাবুশেন জুটি।
শুরুতে দুজনই ছিলেন সাবধানী, সময় গড়ানোর সাথে সাথে উইকেটে মানিয়ে নেন দারুনভাবে।
৭৫ বলে ফিফটি পূর্ণ করা ওয়ার্নার ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি পূর্ণ করেন ১৫৬ বলে, ইয়াসির শাহকে ব্যাকওয়ার্ডে ঠেলে দিয়ে।
১০৬ বলে ফিফটি করা লাবুশেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৯ বলে।
দিনের শেষ দিকে এসেছিল লাবুশেনকে রান আউট করার সুযোগ। কিন্তু ইমামুলের থ্রো উইকেটকিপার নাগাল পাননি।
১৩ ওভারে ৭১ রান দিয়েছেন অভিষিক্ত মুসা। লেগ স্পিনার ইয়াসির শাহ ১৪ ওভারে দিয়েছেন ৮৭ রান। ১৮ ওভারে ৪৮ রানে একমাত্র উইকেটটি নেন শাহিন।
বৃষ্টি আঘাত হানে ২২ ওভার শেষে। খেলা বন্ধ ছিল প্রায় সোয়া দুই ঘণ্টা। প্রথম দিনে ১৭ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিন খেলা শুরু হবে একটু আগে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৩ ওভারে ৩০২/১ (ওয়ার্নার ১৬৬*, বার্নস ৪, লাবুশেন ১২৬*; আব্বাস ১৯-৬-৫৬-০, আফ্রিদি ১৮-৪৮-১, মুসা ১৩-১-৭১-০, ইয়াসির ১৪-০-৮৭-০, ইফতিখার ৮-০-৩০-০, আজহার ১-০-৯-০)
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়