চোট কাটিয়ে উইন্ডিজ দলে অ্যালেন-রামদিন

হাঁটুর চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফ্যাবিয়ান অ্যালেন। মাঝে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভোগা দিনেশ রামদিনও সুস্থ হয়ে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের দলে জায়গা করে নিয়েছেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 06:53 PM
Updated : 28 Nov 2019, 06:53 PM

এ মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে প্রথমে ছিলেন বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার অ্যালেন। তবে প্রথম ম্যাচ খেলে ছিটকে পড়েন চোট পেয়ে। রামদিনও ওই সিরিজ চলাকালীন চোটে পড়েন।

দলে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নখ দিয়ে বলে খুটে চার টি- টোয়েন্টিতে নিষেধাজ্ঞা পাওয়া নিকোলাস পুরানও। সে কারণে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচের সিরিজে ছিলেন না তিনি। খেলতে পারবেন না ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও। ফিরতে পারবেন এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে।

কাইরন পোলার্ডের নেতৃত্বে তিন ম্যাচের ওই সিরিজে প্রথমটি জয়ের পর শেষ দুটিতে হেরে সিরিজ ২-১ এ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে অবশ্য আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০এ জিতেছিল তারা। ওই সিরিজ দিয়েই ক্যারিবীয় ক্রিকেটে ‘অধিনায়ক পোলার্ড’ অধ্যায় শুরু হয়। ওই সিরিজের দলে থাকা সবাই আছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

বর্তমানে লক্ষ্ণৌতে আফগানিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট খেলছে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর ভারতের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা। আগামী ৬ ডিসেম্বর হায়দরাবাদে হবে প্রথম টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজের দল: ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস

ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র