রান না পেয়ে ৩ কিলোমিটার দৌড়ালেন স্মিথ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2019 06:51 PM BdST Updated: 27 Nov 2019 06:51 PM BdST
-
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
ব্যাট হাতে সফল হলে নিজেই নিজেকে চকলেট উপহার দেন। সেক্ষেত্রে ব্যর্থতায় শাস্তির বিধানও তো থাকা উচিত! নিজের আদালতে কোনো ছাড় নেই স্টিভেন স্মিথের। ঠিকই নিজেকে দিয়েছেন শাস্তি! পাকিস্তানের বিপক্ষে ব্রিজবেন টেস্টে রান না পাওয়ায় দৌঁড়েছেন ৩ কিলোমিটার পথ!
গ্যাবায় সিরিজের প্রথম টেস্টে দল ইনিংস ও ৫ রানের ব্যবধানে জিতলেও ব্যাট হাতে স্মিথ ছিলেন ব্যর্থ। দল বড় রান করলেও তিনি ৪ রান করে আউট হন ইয়াসির শাহর বলে।
রোববার ম্যাচের চতুর্থ দিনেই অস্ট্রেলিয়া জিতে যাওয়ার পর মাঠ থেকে হোটেলে ফেরার টিম বাস ধরতে পারেননি স্মিথ। এ সময়ই তার মাথায় আসে নিজেকে শাস্তি দেওয়ার ভাবনা। শাস্তির মাত্রাটাও বেশ কঠোর। মাঠ থেকে টিম হোটেলে ফিরতে হবে দৌঁড়ে!
যে ভাবনা, সেই কাজ। তিন কিলোমিটার পথ পুরোটাই দৌঁড়ান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ জানান, নিজেকে শাস্তি দেওয়ার এই নিয়ম তার ক্ষেত্রে নতুন নয় মোটেই।
“রান না পেলে আমি সবসময়ই নিজেকে শাস্তি দিই, ঠিক যেভাবে রান পেলে নিজেকে পুরস্কৃত করি। সেঞ্চুরি পেলে রাতে আমি নিজেকে একটা চকলেট বার উপহার দিই।”
“রান না পেলে আমি এরকম দৌঁড়ে বা জিমে গিয়ে ঘাম ঝরিয়ে বা অন্য কোন উপায়ে নিজেকে কিছুটা শাস্তি দিই।”
নিজের সাথে এই পরীক্ষায় পাস মার্ক কত, অকৃতকার্য হবার মানদন্ডটাই বা কি? প্রশ্ন ছিল স্মিথের কাছে।
“সেঞ্চুরি করতে পারলে সেটা পাশ মার্ক। আর যদি আমার মনে হয় আমি নিজের সেরাটা দিতে পারিনি, তাহলে অকৃতকার্য।”
এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়ে টেস্টে ফেরার পর অবশ্য ভালোভাবেই ‘পাশ মার্ক’ পেয়েছেন স্মিথ। অগাস্টে টেস্ট জার্সিতে ফেরার পর ব্রিজবেন টেস্টের আগে খেলা ৭ ইনিংসে ১১০.৫৭ গড়ে করেছেন ৭৭৪ রান।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ