স্মিথের খুব কাছে কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2019 05:18 PM BdST Updated: 26 Nov 2019 05:42 PM BdST
-
ছবি: বিসিসিআই
ইন্দোরের ব্যর্থতা পেছনে ফেলে কলকাতায় দিবা-রাত্রির টেস্টে আলো ছড়িয়েছিল বিরাট কোহলির ব্যাট। বাংলাদেশের বোলারদের দারুণভাবে সামলে ভারত অধিনায়ক তুলে নিয়েছিলেন ২৭তম টেস্ট সেঞ্চুরি। সেই ইনিংসে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা স্টিভেন স্মিথের সাথে পয়েন্ট ব্যবধান অনেকটা কমিয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের চেয়ে পিছিয়ে আছেন কেবল ৩ পয়েন্টে।
কলকাতা টেস্টে দলের একমাত্র ইনিংসে ১৩৬ রানের ইনিংসে কোহলির পয়েন্ট বেড়েছে ১৬। নতুন র্যাঙ্কিংয়ে তার পয়েন্ট ৯২৮। অন্যদিকে শীর্ষস্থান ধরে রাখলেও পাকিস্তানের বিপক্ষে ব্রিজবেন টেস্টে রান না পাওয়ায় ৬ পয়েন্ট হারিয়েছেন স্মিথ। তার বর্তমান পয়েন্ট ৯৩১।
ব্রিজবেনে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। ২১ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৪তম অবস্থানে।
ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের কিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিংও। ইংল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ডাবল সেঞ্চুরি করে ১২ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে।
কিউইদের বিপক্ষে ম্যাচের দুই ইনিংসে ৯১ ও ২৮ রান করে বেন স্টোকস প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে। তিন ধাপ এগিয়ে তার অবস্থান নবম।
এক ধাপ এগিয়েছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। প্রথম সেরা দশে উঠে আসা এই ব্যাটসম্যানের অবস্থান দশম। ব্রিজবেনে জয়ের ম্যাচে দলের একমাত্র ইনিংসে ১৫৪ রান এসেছিল ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ছয় ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৭তম স্থানে।
ভারত সফরে ব্যর্থতার ভিড়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা একটু সাফল্য এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে। ইন্দোরের পর কলকাতা টেস্টেও অভিজ্ঞ এই ব্যাটসম্যান পেয়েছেন ফিফটির দেখা। চার ধাপ এগিয়ে ২৬তম অবস্থানে উঠে এসেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৮ উইকেট নেয়া কিউই পেসার নিল ওয়েগনার বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮১৬। রিচার্ড হ্যাডলি (৯০৯) ও ট্রেন্ট বোল্টের (৮২৫) পর যা নিউ জিল্যান্ডের কোন বোলারের সর্বোচ্চ রেটিং।
কলকাতা টেস্টে ৯ উইকেট পাওয়া ভারতীয় পেসার ইশান্ত শর্মা তিন ধাপ এগিয়ে আছেন ১৭তম স্থানে। তুলে নিয়েছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৭১৬ পয়েন্ট। ক্যারিয়ার সেরা পয়েন্ট পেয়েছেন উমেশ যাদবও। ৬৭২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২১তম,এগিয়েছেন এক ধাপ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ইনিংস পরাজয়ের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সেরা দশে জায়গা হারিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ১১তম স্থানে।
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’