ইতিহাস গড়ল বিরাট কোহলির ভারত

একের পর এক টেস্টে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পালায় নতুন উচ্চতায় উঠল ভারত। টানা ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল বিরাট কোহলির দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2019, 09:23 AM
Updated : 24 Nov 2019, 01:52 PM

বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে ইনিংস ও ৪৬ রানে জিতেছে ভারত। আগের তিন টেস্টেও ভারতের জয় ছিল ইনিংস ব্যবধানে। টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জিতল এই ভারতীয় দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারতের জয় ছিল ইনিংস ও ১৩০ রানে। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে কোহলির দল জিতেছিল ইনিংস ও ১৩৭ রানে এবং ইনিংস ও ২০২ রানে।

বিশ্ব রেকর্ডের পাশাপাশি নিজেদের ক্রিকেটেও একটি রেকর্ড গড়েছে ভারত। এই প্রথম কোনো ভারতীয় দল জিতল টানা ৭ টেস্ট! এর আগে ২০১৩ সালে তারা জিতেছিল টানা ৬ টেস্টে।

সব মিলিয়ে এই সিরিজ নিয়ে দেশের মাটিতে টানা ১২টি সিরিজ জিতল ভারত। সবশেষ ২০১২ সালে তারা সিরিজ হেরেছিল ইংল্যান্ডের কাছে।