‘গোলাপি বল কিপার-স্লিপ ফিল্ডারদের জন্যও চ্যালেঞ্জিং’
কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2019 07:07 PM BdST Updated: 20 Nov 2019 08:50 PM BdST
-
ছবি: বিসিসিআই
আমি তো স্লিপের পাশেই থাকি, ওদের জন্য যদি চ্যালেঞ্জিং হয়, আমার জন্যও হবে-পুরানো গোলাপি বলে ক্যাচ ধরা কঠিন হতে পারে বলে মনে করছেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় কিপার-ব্যাটসম্যানের মতে, গোলাপি বলে সুবিধা কেবল পেসারদের জন্য, বাকি সবার জন্য হাজির হবে একেক রকম চ্যালেঞ্জ নিয়ে।
Related Stories
ভারতে গোলাপি বলে হওয়া প্রথম ম্যাচে খেলেছিলেন ঋদ্ধিমান। দিবা-রাত্রির টেস্টের ভেন্যু ইডেন গার্ডেন্সেই হওয়া সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরলেন অভিজ্ঞ এই কিপার।
“আমরা কোকাবুরা বলে খেলেছিলাম। এখন খেলা হবে এসজি বলে। কন্ডিশন অনুযায়ী টার্নে হয়তো একটু এদিক-ওদিক হবে। আর সন্ধ্যার সময় বল বোঝা একটু কঠিন হয়। এটার সঙ্গে মানিয়ে নিতেই হবে।”
“খেলতে খেলতে বল পুরানো হবে। তখন যদি ব্যাকগ্রাউন্ড পরিষ্কার না থাকে তাহলে কিপার আর স্লিপ ফিল্ডারের জন্যও সমস্যা হবে। ব্যাটসম্যানের জন্যও কঠিন হতে পারে। সাদা বল পুরানো হলেও সাদার ছাপটা থাকে। এসজির গোলাপি বলে ব্যাপারটা কি হবে জানা নেই। খেলার পরেই কেবল বলতে পারব।”
গোলাপি বলে তিনি সুবিধা দেখছেন কেবল পেসারদের। বাকি সবাইকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে বলেছেন ঋদ্ধিমান।
“এই বল বিশেষভাবে বানানো হয়েছে। এটার ঔজ্জ্বল্য থাকবে অনেকটা সময়। পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে। তারা বাড়তি সুইং পাবে। সন্ধ্যার সময় বল বোঝা একটু কঠিন হয়ে যায়। সে সময় ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে।”
“ফিল্ডিংয়ে নিশ্চয়ই চ্যালেঞ্জিং হবে। স্লিপের জন্য যদি চ্যালেঞ্জিং হয় তাহলে আমার জন্যও তো হবে। আমি তো ওদের পাশেই থাকি।”
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে