সেমি-ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান, ভারত-পাকিস্তান

এসিসি ইমার্জিং টিমস কাপের সেমি-ফাইনালে আফগানস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। সেমি-ফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 02:17 PM
Updated : 18 Nov 2019, 02:17 PM

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা হয় সোমবার। বিকেএসপিতে নেপালকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। 
 
পাশের মাঠেই ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হংকংকে ১২০ রানে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় ভারত। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।
 
তিন ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। কক্সবাজারে এ দিন তারা ওমানকে হারায় ১৪৭ রানে।
 
গ্রুপের অন্য ম্যাচে কক্সবাজারের একাডেমি মাঠে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় আফগানিস্তান। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।
 
জয়হীন থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
 
পরের দিন একই মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ।
 
ফাইনালও মিরপুরে, শনিবার। তিনটি ম্যাচই শুরু সকাল সাড়ে ৮টায়।