অষ্টম ডাকে ঢাকায় মাশরাফি

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে প্রথম সেটের প্রথম রাউন্ডে দল পেলেন না কেবল তিনি। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে হওয়া পরের ছয় রাউন্ডেও ডাকা হলো না মাশরাফি বিন মুর্তজাকে। শেষপর্যন্ত অষ্টম রাউন্ডে দল পেলেন বিপিএলের সফলতম অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 03:34 PM
Updated : 17 Nov 2019, 03:35 PM

স্থানীয় ক্রিকেটারদের চতুর্থ সেটের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে দলে টানে ঢাকা প্লাটুন। ড্রাফটে নিজেদের প্রথম ডাকে ঢাকার দলটি নেয় দেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবালকে।

বিপিএলের আগের ছয় আসরের চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দল। ২০১২ ও ২০১৩ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ২০১৫ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ২০১৭ আসরে রংপুর রাইডার্সকে শিরোপা জেতান মাশরাফি।

টুর্নামেন্টের সফলতম পেসারও তিনি। ৭৪ ম্যাচে ২৪.৪২ গড়ে বিপিএলে তার উইকেট ৭৩টি। টুর্নামেন্টে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল সাকিব আল হাসানের, ১০৬টি।