তাসকিনের ৪ উইকেটের পর মার্শাল-শামসুরের দৃঢ়তা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2019 07:11 PM BdST Updated: 17 Nov 2019 07:14 PM BdST
-
ফাইল ছবি
লোয়ার-অর্ডারের দৃঢ়তায় প্রথম ইনিংসে চারশ ছাড়ানো সংগ্রহ গড়ল বরিশাল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান ও অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাটে ভালোই জবাব দিচ্ছে ঢাকা মেট্রো।
জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান তুলেছে মেট্রো। প্রথম ইনিংসে ৪১৪ রানে গুটিয়ে যাওয়া বরিশালের চেয়ে ১৮৯ রানে পিছিয়ে আছে তারা। মার্শাল ৮৫ ও শামসুর ৯০ রানে অপরাজিত আছেন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রোববার সকালে বরিশালকে চারশ পার করান মঈন খান। মনির হোসেনকে নিয়ে নবম উইকেটে যোগ করেন ঠিক ৫০ রান। ৭৫ রানের ইনিংসে মঈন হাঁকান ৯টি চার। ২৫ রান আসে মনিরের ব্যাট থেকে।
৬৭ রানে ৪ উইকেট নিয়ে মেট্রোর সেরা বোলার তাসকিন আহমেদ। ৩টি উইকেট নেন বাঁহাতি স্পিনার আসিফ হাসান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মেট্রো শুরুতেই হারায় আজমির আহমেদকে। আক্রমণাত্মক মেজাজে ১৮ বলে ৩টি চারে ১৬ রান করে বিদায় নেন ডানহাতি ওপেনার। লম্বা সময় উইকেটে থাকলেও ইনিংস লম্বা করতে পারেননি আরেক ওপেনার রাকিন আহমেদ। ৬৪ বলে ২৩ রান করে এলবিডব্লিউ হয়ে যান সোহাগ গাজীর বলে।
দলীর ৬৮ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর জুটি বাঁধেন মার্শাল ও শামসুর। জুটি ভাঙতে মরিয়া বরিশাল অধিনায়ক কামরুল ইসলাম রাব্বি ৮ বোলার ব্যবধান করেও সাফল্য পাননি।
১৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তুলনামূলক আক্রমণাত্মক ছিলেন অধিনায়ক মার্শাল। ৮৫ বলে ৬ চারে পূরণ করেন ফিফটি। অন্যপ্রান্তে ধৈর্য্যের সঙ্গে ব্যাট করা শামসুরের ৯০ রানের ইনিংসে চার মাত্র ৩টি।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ১০৮.২ ওভারে ৪১৪ (নাফীস ৪৪, সাঈম ১২, ফজলে ১৪১, শামসুল ১, নুরুজ্জামান ৪, সোহাগ ২৩, সালমান ৭২, মইন ৭৫, লিখন ২, মনির ২৫, কামরুল ৯*; তাসকিন ২৩.২-৪-৬৭-৪, সানি ৩০-৫-১০৮-২, শরিফউল্লাহ ২০-১-৮৩-০, আসিফ ২২-১-১০৬-৩, আল-আমিন ৫-১-২৩-১, আজমির ৭-০-২০-০, সৈকত ১-০-৩-০)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৬৯ ওভারে ২২৫/২ (আজমির ১৬, রাকিন ২৩, শামসুর ৯০*, মার্শাল ৮৫*; রাব্বি ১১-১-৫৬-০, লিখন ৮-৩-১৪-১, মনির ১৯-১-৫৫-০, নুরুজ্জামান ৭-০-১৪-০, সোহাগ ১২-০-৩৪-১, মঈন ৩-০-১৪-০, ফজলে ৬-০-১৩-০, সালমান ৩-০-১৬-০)
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’