তাসকিনের ৪ উইকেটের পর মার্শাল-শামসুরের দৃঢ়তা

লোয়ার-অর্ডারের দৃঢ়তায় প্রথম ইনিংসে চারশ ছাড়ানো সংগ্রহ গড়ল বরিশাল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান ও অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাটে ভালোই জবাব দিচ্ছে ঢাকা মেট্রো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 01:11 PM
Updated : 17 Nov 2019, 01:14 PM

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান তুলেছে মেট্রো। প্রথম ইনিংসে ৪১৪ রানে গুটিয়ে যাওয়া বরিশালের চেয়ে ১৮৯ রানে পিছিয়ে আছে তারা। মার্শাল ৮৫ ও শামসুর ৯০ রানে অপরাজিত আছেন।
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রোববার সকালে বরিশালকে চারশ পার করান মঈন খান। মনির হোসেনকে নিয়ে নবম উইকেটে যোগ করেন ঠিক ৫০ রান। ৭৫ রানের ইনিংসে মঈন হাঁকান ৯টি চার। ২৫ রান আসে মনিরের ব্যাট থেকে।
 
৬৭ রানে ৪ উইকেট নিয়ে মেট্রোর সেরা বোলার তাসকিন আহমেদ। ৩টি উইকেট নেন বাঁহাতি স্পিনার আসিফ হাসান।
 
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মেট্রো শুরুতেই হারায় আজমির আহমেদকে। আক্রমণাত্মক মেজাজে ১৮ বলে ৩টি চারে ১৬ রান করে বিদায় নেন ডানহাতি ওপেনার। লম্বা সময় উইকেটে থাকলেও ইনিংস লম্বা করতে পারেননি আরেক ওপেনার রাকিন আহমেদ। ৬৪ বলে ২৩ রান করে এলবিডব্লিউ হয়ে যান সোহাগ গাজীর বলে।
 
দলীর ৬৮ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর জুটি বাঁধেন মার্শাল ও শামসুর। জুটি ভাঙতে মরিয়া বরিশাল অধিনায়ক কামরুল ইসলাম রাব্বি ৮ বোলার ব্যবধান করেও সাফল্য পাননি।
 
১৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তুলনামূলক আক্রমণাত্মক ছিলেন অধিনায়ক মার্শাল। ৮৫ বলে ৬ চারে পূরণ করেন ফিফটি। অন্যপ্রান্তে ধৈর্য্যের সঙ্গে ব্যাট করা শামসুরের ৯০ রানের ইনিংসে চার মাত্র ৩টি।
 
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ১০৮.২ ওভারে ৪১৪ (নাফীস ৪৪, সাঈম ১২, ফজলে ১৪১, শামসুল ১, নুরুজ্জামান ৪, সোহাগ ২৩, সালমান ৭২, মইন ৭৫, লিখন ২, মনির ২৫, কামরুল ৯*; তাসকিন ২৩.২-৪-৬৭-৪, সানি ৩০-৫-১০৮-২, শরিফউল্লাহ ২০-১-৮৩-০, আসিফ ২২-১-১০৬-৩, আল-আমিন ৫-১-২৩-১, আজমির ৭-০-২০-০, সৈকত ১-০-৩-০)
 
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৬৯ ওভারে ২২৫/২ (আজমির ১৬, রাকিন ২৩, শামসুর ৯০*, মার্শাল ৮৫*; রাব্বি ১১-১-৫৬-০, লিখন ৮-৩-১৪-১, মনির ১৯-১-৫৫-০, নুরুজ্জামান ৭-০-১৪-০, সোহাগ ১২-০-৩৪-১, মঈন ৩-০-১৪-০, ফজলে ৬-০-১৩-০, সালমান ৩-০-১৬-০)