অভিষেক-ফরহাদের ফিফটি, আরিফুলের ৩ উইকেট

শেষ বেলায় দ্রুত তিন উইকেট নিয়ে রংপুরকে কিছুটা লড়াইয়ে ফিরিয়েছেন আরিফুল হক। তবে অভিষেক মিত্র ও ফরহাদ হোসেনের ফিফটিতে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথেই রয়েছে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 12:40 PM
Updated : 17 Nov 2019, 12:49 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে রোববার ৫ উইকেটে ২২৪ রান করেছে স্বাগতিক দল। দ্বিতীয় দিন শেষে হাতে ৫ উইকেটে নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা ৫০ রানে পিছিয়ে আছে। ২২ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।

৮ উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শুরু করে ১১ রান যোগ করে ২৭৪ রানে গুটিয়ে যায় রংপুর।

ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি রাজশাহীর। তৃতীয় ওভারে মিজানুর রহমানকে ফেরান পেসার আলাউদ্দিন বাবু।

জুনায়েদ সিদ্দিককে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার অভিষেক। জুনায়েদকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন সাজেদুল ইসলাম।

ক্রিজে সাবধানী ছিলেন অভিষেক। তৃতীয় উইকেটে এই ডানহাতি ওপেনার অধিনায়ক ফরহাদের সঙ্গে গড়েন ১৩৩ রানের জুটি। অভিষেককে বোল্ড করে জুটি ভাঙেন আরিফুল।

১৯৫ বলের লম্বা ইনিংসে ৯টি চারে ৬৭ রান করেন অভিষেক। খানিক পর একই ওভারে ফরহাদ ও শাকির হোসেনকে আউট করেন আরিফুল। ১২৯ বলে ১০ চারে ৭৫ রান করেন ফরহাদ।

৩৭ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আরিফুল।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ২৭৪ (আগের দিন ২৬৩/৮) (মারুফ ০, জাহিদ ৬, সোহরাওয়ার্দী ১০৫, নাঈম ৪০, নাসির ৫, আরিফুল ৫৭, তানবীর ৩০, ধীমান ৯, আলাউদ্দিন ৩, রিশাদ ৮*, সাজেদুল ০; দেলোয়ার ২১.৩-৬-৫৯-৪, মুক্তার ২৩.৪-৩-৮০-২, মোহর ১৭-৩-৫৩-৩, সুজন ৬.৩-২-১৯-০, সানজামুল ১৮-২-৪৭-০, সাব্বির ৩-০-৯-০)

রাজশাহী ১ম ইনিংস: ৭৭ ওভারে ২২৪/৫ (অভিষেক ৬৭, মিজানুর ২, জুনায়েদ ৩৭, ফরহাদ ৭৫, সাব্বির ২২*, শাকির ২, মুক্তার ০*; আলাউদ্দিন ১১-২-৪৫-১, সাজেদুল ১৭-৪-৩৩-১, আরিফুল ১৯-৭-৩৭-৩, রিশাদ ২০-২-৫৫-০, সোহরাওয়ার্দী ২-০-১৪-০, তানবীর ৪-০-১৪-০, জাহিদ ৪-০-৭-০)