তিন পেসার না খেলানোর ব্যাখ্যায় মুমিনুল

বাড়তি ব্যাটসম্যান খেলানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। উইকেট পেস সহায়ক হওয়ার পরও ইন্দোরে তারা খেলছে দুই পেসার নিয়ে। মুমিনুল হক জানালেন, বাড়তি ব্যাটসম্যান খেলাতে গিয়ে একাদশে তিন পেসার নিতে পারেননি তারা।

ক্রীড়া প্রতিবেদকইন্দোর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 02:22 PM
Updated : 14 Nov 2019, 03:42 PM

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃহস্পতিবার হলকার স্টেডিয়ামে সফরকারীদের প্রথম দিনে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান তিন পেসার মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবের।

দিন শেষে ভারত ১ উইকেটে করেছে ৮৬ রান। একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার আবু জায়েদ। বাংলাদেশের দুই পেসার প্রথম দিন করেছেন ১৯ ওভার। ৭ ওভার বোলিং করে ৩৩ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দুই পেসার খেলানোর ব্যাখ্যা দিলেন বাংলাদেশ অধিনায়ক।

“আমরা সবসময় কিন্তু ব্যাটিংয়ে একটু বেশি মনোযোগ দেই। যার কারণে হয়তো দুইটা পেস বোলার।”

প্রথম দিন খারাপ করেননি দুই পেসার আবু জায়েদ ও ইবাদত হোসেন। তাদের ওপর বেশি প্রত্যাশার ভার চাপাতে রাজি নন মুমিনুল।

“যে দুজন পেসার এই ম্যাচে খেলছে তারা খুব বেশি টেস্ট ম্যাচ খেলেনি। বেশি হলে, ৫ থেকে ৬টা। আমার মনে হয়, খুব বেশি প্রত্যাশা করা যাবে না। সবে শুরু করেছে, ওদের একটু সময় লাগবে।”