ভারত থেকে ফিরেই সৌম্য-নাঈমের ব্যাটে রান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2019 04:53 PM BdST Updated: 14 Nov 2019 06:03 PM BdST
ভারতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুগ্ধতা ছড়িয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। জাতীয় দল থেকে ফিরে বাঁহাতি ওপেনার রান পেলেন বাংলাদেশ ইমার্জিং দলের হয়েও। ভারত সিরিজে ব্যাট হাতে খুব ভালো কাটেনি সৌম্য সরকারের। দেশে ফেরার পর তার ব্যাটে ফিরল ঝড়। এসিসি ইমার্জিং টিমস কাপে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ।
বোলারদের দারুণ পারফরম্যান্সের পর দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
বিকেএসপিতে হংকংকে ১৬৪ রানে থামিয়ে বাংলাদেশ জিতে যায় ২৪.১ ওভারেই।
৭৪ বলে ৯টি চার ও তিন ছক্কায় অপরাজিত ৮৪ রান করেন সৌম্য। আরেক ওপেনার নাঈম কট বিহাইন্ড হওয়ার আগে ৮ চারে ৫২ করেছেন সমান বলে।
দুজনের ওপেনিং জুটি থেকে আসে ১৫.২ ওভারে ৯৪ রান। নাঈমের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাকি পথ পাড়ি দেন সৌম্য। ছক্কায় ম্যাচ শেষ করা শান্ত অপরাজিত থাকেন ২২ রানে।
ব্যাটসম্যানদের কাজটা ম্যাচের প্রথম ভাগেই সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলারা। জাতীয় লিগের দারুণ পারফরম্যান্স ইমার্জিং দলেও বয়ে এনেছেন তরুণ পেসার সুমন খান। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে সফলতম বোলার এই ১৯ বছর বয়সী পেসার।
হংকং নিয়মিত বিরতিতে উইকেটে হারালেও খেলেছে পুরো ৫০ ওভার। শেষ দুই উইকেটে নিয়ে তারা ব্যাটিং করে ৯.১ ওভার।
হংকংয়ের ইনিংসে ফিফটি জুটি ছিল কেবল একটি। ষষ্ঠ উইকেটে হারুন আরশাদ ও আইজাজ খান যোগ করেন ৫১ রান।
এই জুটি ভেঙেছেন মেহেদি হাসান। ১০ ওভারে মাত্র ২৩ রানের খরচায় ২ উইকেট নেন এই অফ স্পিনার।
হংকংয়ের ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান হারুনের।
নিয়ন্ত্রিত বোলিং করেছেন তরুণ ডানহাতি মিডিয়াম পেসার হাসান মাহমুদ। ১০ ওভারে চার মেডেনসহ মাত্র ১৬ রানে তিনি নেন ১ উইকেট।
ভারত সফরে থেকে ফেরা লেগ স্পিনার আমিনুল ইসলাম হাতে চোট পেয়ে বোলিং করতে পারেননি তিন ওভারের বেশি।
একই গ্রুপে কক্সবাজারে দিনের আরেক ম্যাচে আফগানস্তানকে ৮ উইকেটে হারায় পাকিস্তান।
শনিবার নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
‘এ’ গ্রুপে বড় চমক দেখিয়েছে ওমান। নিজেদের প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪ উইকেটে।
গ্রুপের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং ইমার্জিং: ৫০ ওভারে ১৬৪/৯ (হারুন ৩৫, আইজাজ ২৫, কিঞ্চিত ২৪, ওয়াজিদ ১৭; হাসান ১০-৪-১৬-১, সুমন ১০-০-৩৩-৪, সৌম্য ১০-২-৩৬-০, মেহেদি ১০-১-২৩-২, আমিনুল ৩-০-৪-০, আফিফ ৭-০-৪১-১)
বাংলাদেশ ইমার্জিং : ২৪.১ ওভারে ১৬৮/১ (নাঈম ৫২, সৌম্য ৮৪*, শান্ত ২২*; আইজাজ ৩-০-২৫-০, মহসিন ১-০-১২-০, এহসান ৮-০-৩৯-১, হারুন ২-০-১৮-০, কিনচিত ৫-০-২১-০, রওনক ৩.১-০-২৯-০, আফতাব ২-০-২২-০)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের