পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে বার্নস, ব্যানক্রফট

বাজে ফর্মের কারণে অ্যাশেজের মাঝপথে জায়গা হারিয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। তার বদলে জায়গা পাওয়া মার্কাস হ্যারিসের ব্যাটিংয়েও ছিল করুণ দশা। এবার তাই বাদ পড়লেন হ্যারিস, আবার ফিরলেন ব্যানক্রফট। তার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান জো বার্নস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 07:06 AM
Updated : 14 Nov 2019, 07:07 AM
অস্ট্রেলিয়া দল:

টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নেসের, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

অ্যাশেজ ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেট মৌসুমের শুরুটাও বাজে করায় জায়গা হারিয়েছেন উসমান খাওয়াজা।

এই দলে থাকার জোর সম্ভাবনা ছিল উইল পাকোভ্‌স্কির। কিন্তু দল ঘোষণার আগে তরুণ ব্যাটসম্যান ঘোষণা দিয়েছেন মানসিক স্বাস্থ্যজনিত কারণে ক্রিকেট থেকে বিরতির ঘোষণা নেওয়ার। পাকোভ্‌স্কি নেই বলেই হয়তো অ্যাশেজে ভালো না করেও টিকে গেছেন ট্রাভিস হেড।

১৪ জনের স্কোয়াডে পঞ্চম পেসার হিসেবে সুযোগ পেয়েছেন মাইকেল নেসের।

২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী বৃহস্পতিবার, ব্রিজবেনে। পরের ম্যাচটি হবে দিন-রাতের, ২৯ নভেম্বর থেকে অ্যাডিলেইডে।