‘সাকিব-তামিম নেই মানে তিন জন নেই’

ম্যাচে একজন কম নিয়ে খেলার অনুভূতি হচ্ছে মুমিনুল হকের। সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় বাংলাদেশ অধিনায়কের মনে হচ্ছে, একসঙ্গে তিন খেলোয়াড় হারিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকইন্দোর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 11:48 AM
Updated : 13 Nov 2019, 03:09 PM

আইসিসির নিষেধাজ্ঞায় নেই বাংলাদেশের সফলতম ক্রিকেটার অলরাউন্ডার সাকিব। পরিবারিক কারণে নেই সফলতম ব্যাটসম্যান ওপেনার তামিম। তাদের অভাব কতটা অনুভব করছেন মুমিনুল?

“আমার মনে হয়, দুই জনের জায়গায় এখানে তিন জন খেলোয়াড় নাই। সাকিব ভাই তো একজনের জায়গায় দুইজন, সাথে নাই তামিম ভাইও। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে।”

“তবে যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে তো হবে না। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হবে। এখন সবাই অনেক বেশি মনোযোগী। আমার মনে হয়, সবাই অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলবে।”

একটু আগে সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলে গেছেন, মুস্তাফিজুর রহমান হতে পারে ভারতের সবচেয়ে বড় হুমকি। বাঁহাতি এই পেসার খেলবেন কি না-জানতে টস পর্যন্ত অপেক্ষা করতে বললেন বাংলাদেশ অধিনায়ক।

“মুস্তাফিজ খেলবে কি না? না, আমরা এখনো একাদশ নিয়ে কোনো কথা বলিনি। এখনো দল নির্বাচন করা হয়নি। কালকে খেললে জানতে পারবেন।”