কেমন হবে ইন্দোরের উইকেট?

একটা সময় ছিল, ভারতে টেস্ট মানেই স্পিন সহায়ক উইকেট ও স্পিনারদের রাজত্ব। প্রেক্ষাপট বদলেছে। সবশেষ সিরিজেই যেমন, ভারতীয় পেসারদের তোপে নাকাল হলো দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও উইকেট পেস সহায়ক বা স্পোর্টিং হলে অবাক হওয়ার মতো কিছু হবে না। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটর সামান্দার সিং চৌহানও স্পোর্টিং উইকেটের ইঙ্গিত দিলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 02:38 PM
Updated : 12 Nov 2019, 02:38 PM

হলকার ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কেমন উইকেটে খেলা হবে তা হিন্দুন্তান টাইমসকে জানিয়েছেন চৌহান।

“ভালো উইকেট, স্পোর্টিং উইকেট, সবার জন্য সহায়ক, ফরম্যাটের বিবেচনায় পাঁচ দিনই পিচ ভালো থাকবে।”

গত কয়েক দিন আকাশ মেঘলা থাকায় পিচ ছিল ঢাকা। পানিও খুব কম দেওয়া হয়েছে। তবে তা কাউকে বাড়তি সুবিধা দেবে না বলে মনে করেন চৌহান।

“গত কয়েক দিন আবহাওয়া একটা সমস্যা ছিল। তবে আমরাও সেভাবে প্রস্তুত ছিলাম। পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া এখন পরিষ্কার।”

দ্বিপাক্ষিক সিরিজে অধিকাংশ সময় স্বাগতিক দলের শক্তির জায়গা বিবেচনায় নিয়ে উইকেট বানানো হয়। তবে এমন কোনো নির্দেশ তিনি পাননি বলে জানালেন চৌহান।

“ভারতের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পায়নি। ৩৫-৪০ বছর ধরে এখানে কাজ করছি। আমরা জানি, কোনটি হবে দলের শক্তির জায়গা এবং সেভাবেই পিচ তৈরি করি।”

ইন্দোরে খেলা হবে লাল বলে। আর কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে গোলাপি বলে।