নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি

টানা দুই ইনিংসে সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি। সে হতাশা কাটিয়ে অবশেষে তিন অঙ্কের দেখা পেলেন নাসির হোসেন। প্রথম ইনিংসের মত এবারও রংপুরের ইনিংসের মূল কারিগর এই মিডল অর্ডার। সঙ্গে তরুণ পেসার মুকিদুল ইসলামের ৫ উইকেটে ঢাকার বিপক্ষে শক্ত অবস্থানে আছে রংপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 11:48 AM
Updated : 11 Nov 2019, 11:48 AM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে তৃতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান। ৫ উইকেট হাতে নিয়ে তারা ২১২ রানে এগিয়ে। নাসির ১০৪ ও নাঈম ইসলাম ২৬ রানে অপরাজিত আছেন।

১৯৫ রান নিয়ে দিন শুরু করা ঢাকা বাকি ৫ উইকেটে যোগ করে মাত্র ২৭ রান। গুটিয়ে যায় ২২২ রানে। ১২ রানের লিড পায় রংপুর।

আগের দিন তিন উইকেট নেওয়া মুকিদুল এদিন নেন দুটি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ বছর বয়সী এই পেসারের এটি প্রথম ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে রংপুরের শুরুটা ভালো হয়নি। ম্যাচে প্রথমবারের মতো ওপেন করতে নামা ১৭ বছর বয়সী লেগ স্পিনার রিশাদ হোসেন দুই ইনিংসেই হয়েছেন ব্যর্থ। ২৩তম ওভারে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল রংপুর।

চতুর্থ উইকেটে আরিফুল হককে নিয়ে ৫৯ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটান নাসির। ১২ রানের ব্যবধানে আরিফুল ও তানবীর হায়দারকে হারিয়ে আবারও চাপে পড়ে যায় রংপুর। তবে নাসির ছিলেন অবিচল।

নাঈম ইসলামকে নিয়ে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে দিন শেষ করেছেন নাসির। ২০০ বলে স্পর্শ করেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। পেরিয়ে গেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফক। দিন শেষে ২০৫ বলের হার না মানা ইনিংসে এই অলরাউন্ডার চার মেরেছেন ১১টি।

দুটি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও আরাফাত সানি জুনিয়র।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ২৩৪

ঢাকা ১ম ইনিংস: ৬৪.১ ওভারে ২২২ (আগের দিন ১৯৫/৫) (জয়রাজ ৯, মজিদ ৫২, রকিবুল ৬৭, তাইবুর ৩৪, শুভাগত ১, নাদিফ ২৯, সানি ১৯, শাকিল ০, নাজমুল ৫, শাহাদাত ০, সালাউদ্দিন ০*; আলাউদ্দিন ১৮-২-৪৪-২, আরিফুল ১০-২-৩৫-১, মুকিদুল ১৭-৫-৩৭-৫, সোহরাওয়ার্দী ৩-০-২৯-০, রিশাদ ১২-২-৬৬-১, আব্দুর রহমান ৪-১-৬-০, নাসির ০.১-০-০-১)

রংপুর ২য় ইনিংস: ৮১ ওভারে ২০০/৫ (রিশাদ ৫, মারুফ ১৭, সোহরাওয়ার্দী ১, নাসির ১০৪*, আরিফুল ৩০,  তানবীর ৯, নাঈম ২৬*; শাহাদত ৫-৩-২-০, সালাউদ্দিন ১০-১-৩২-০, অপু ২৩-২-৫৮-১, আরাফাত সানি জুনিয়র ১৬-২-৩৬-২, শুভাগত ১১-০-৩৭-০, তাইবুর ১৬-৪-২৭-২)