আজমির-মার্শালের ব্যাটে ঢাকা মেট্রোর লিড

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটির দেখা পেলেন ওপেনার আজমির আহমেদ। অধিনায়ক মার্শাল আইয়ুব খেলছেন দৃঢ়তার সঙ্গে। দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিন শেষে সিলেটকে বড় লক্ষ্য দেওয়ার পথে রয়েছে ঢাকা মেট্রো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 11:09 AM
Updated : 11 Nov 2019, 12:42 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সোমবার দিন শেষে মেট্রোর সংগ্রহ ৪ উইকেটে ২৪৫ রান। মার্শাল ৭৩ ও কিপার-ব্যাটসম্যান জাবিদ হোসেন ১৯ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ৩৫১ রানে অলআউট হওয়া সিলেটের চেয়ে ২০৫ রানে এগিয়ে আছে তারা, হাতে আছে ৬ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে আগের দুই ম্যাচে ৫৫ রান করেছিলেন আজমির। এবারে এক ইনিংসেই করলেন ৮০ রান। ৮৩ বলে ফিফটি তুলে নেওয়া ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসে ৪টি চারের সঙ্গে আছে ৮টি ছক্কা।

আরেক ওপেনার রাকিন আহমেদকে অবশ্য অল্পেই থামান অভিজ্ঞ স্পিনার এনামুল হক জুনিয়র। দ্বিতীয় উইকেটে শামসুর রহমানকে নিয়ে ৯৩ রান যোগ করেন আজমির।

থিতু হয়ে ইনিংস লম্বা করতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শামসুর। ৩৭ রান করে অলক কাপালীর বলে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ফিফটির দেখা পাওয়া আল আমিন ফেরেন মাত্র ৪ রান করে।

অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৬৪ রান তুলেছেন মার্শাল ও জাবিদ। ৮০ রান খরচায় ২ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার এনামুল হক জুনিয়র।

এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩২২ রান নিয়ে দিন শুরু করা সিলেট খুব বেশি দূর যেতে পারেনি। ২৯ রানে শেষ ৪ উইকেট হারায় তারা।

৬৩ রানে ৩ উইকেট নিয়ে মেট্রোর সেরা বোলার শহিদুল ইসলাম। ৮৬ রানে ৩ উইকেট নেন শরিফুল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮৩.৫ ওভারে ৩১১/৮ (ইনিংস ঘোষণা)

সিলেট ১ম ইনিংস: (আগের দিন ৩২২/৬) ১০১.৩ ওভারে ৩৫১ (ইমতিয়াজ ৩৩, শানাজ ৬, তৌফিক ১৪, অমিত ১২৫, কাপালি ৩২, গালিব ৫৯, রাহাতুল ৩৯, এনামুল জুনিয়র ২০, নাসুম ১১, রেজাউর ৮, আবিদুল ০*; তাসকিন ১৯.৩-৭-৫৪-২, শহিদুল ২৩-৬-৬৩-৩, মানিক ১৪-২-৬৩-০, নিহাদুজ্জামান ৬-১-৪৩-০, শরিফুল্লাহ ২৭-৩-৮৩-৩, আজমির ৫-০-১৩-০, আল আমিন ৭-০-২৭-১)।

ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৭৫ ওভারে ২৪৫/৪ (আজমির ৮০, রাকিন ১৫, শামসুর ৩৭, মার্শাল ৭৩*, আল আমিন ৪, জাবিদ ১৯*; রেজাউর ১৩-৪-৩০-১, আবিদুর ৬-০-৩৫-০, নাসুম ১৭-৪-৪৮-০, এনামুল জুনিয়র ১৯-১-৮০-২, অলক ২০-৩-৪৬-১)