৫ বছর পর উইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ ঘরে তুলেছে ক্যারিবীয়রা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 05:23 PM
Updated : 9 Nov 2019, 05:36 PM

লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানে জিতেছে কাইরন পোলার্ডের দল। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৭ রান করে ক্যারিবীয়রা। জবাবে ৪৫.৪ ওভারে ২০০ রানে অলআউট হয় আফগানিস্তান। ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিকোলাস পুরান।

এই সংস্করণে ২২ সিরিজ পর অবশেষে জয়ের মুখ দেখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে তারা জিতেছিল ৭ উইকেটে।

এর আগে তারা সবশেষ সিরিজ জিতেছিল ২০১৪ সালের অগাস্টে, বাংলাদেশ সফরে। মাঝের সময়ে দুটি সিরিজে তারা করেছে ড্র, একটি হয় পরিত্যক্ত, বাকি ১৯টিতেই হার!

টস জিতে ফিল্ডিং নেওয়া আফগানরা শুরুতে কাঙ্ক্ষিত উইকেট নিতে পারেনি। তবে আটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে চড়াও হতেও দেয়নি। ২৫তম ওভারে ৯৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার রশিদ খান। ৭৭ বলে ৫টি চারে ৪৩ রানে এলবিডব্লিউ হন শেই হোপ। পরের ওভারে অনিয়মিত স্পিনার জাভেদ আহমাদির বলে বোল্ড হন ৭৫ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৪ রান করা আরেক ওপেনার এভিন লুইস।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তবে এক প্রান্ত আগলে রেখে রানের গতিতে দম দেন পুরান। রোমারিও শেফার্ডকে নিয়ে সপ্তম উইকেটে যোগ করেন ৫০ রান। যেখানে শেফার্ডের অবদান মাত্র ৬। ৫০ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৬৭ রান করেন পুরান।

৬০ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার পেসার নাভিন-উল-হক।

রান তাড়ায় প্রথম ওভারেই আহমাদিকে হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে হজরতউল্লাহ জাজাই ও রহমত শাহ গড়েন ৫৩ রানের জুটি। তবে দলীয় ১০৯ রানে পঞ্চম উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রশিদ খানের দল।

ষষ্ঠ উইকেটে মোহাম্মাদ নবি ও নাজিবুল্লাহ জাদরানের ৬৮ রানের জুটি হারের ব্যবধান কমায় মাত্র। ৬৬ বলে সাতটি চার ও এক ছক্কায় ৫৬ রান করেন জাদরান।

এরপর আর বেশিদূর এগোতে পারেনি আফগানরা। ২৩ রানে হারায় শেষ ৫ উইকেট।

ওয়ানডেতে আফগানস্তানের এটি টানা একাদশ পরাজয়।

তিনটি করে উইকেট নেন শেলডন কটরেল, দুই স্পিনার রস্টন চেইস ও হেইডেন ওয়ালশ।

সোমবার একই মাঠে হবে সিরিজের শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৪৭/৯ (হোপ ৪৩, লুইস ৫৪, হেটমায়ার ৩৪, চেইস ৯, পুরান ৬৭, পোলার্ড ৩, হোল্ডার ৯, শেফার্ড ৬, জোসেপ ১*, ওয়ালশ ৪; মুজিব ১০-১-৫২-১, নাভীন ৯-০-৬০-৩, শরাফুদ্দিন ৯-১-৩৭-১, নবি ১০-২-৩৭-১, রশীদ ১০-০-৪৫-১, জাভেদ ২-০-১০-১)

আফগানিস্তান: ৪৫.৪ ওভারে ২০০ (জাজাই ২৩, জাভেদ ০, রহমত ৩৩, ইকরাম ১৯, আসগর ৩, নাজিবুল্লাহ ৫৬, নবি ৩২, রশিদ ২, শরাফুদ্দিন ১৩, মুজিব ০, নাভিন ৮*; কটরেল ৯-০-২৯-৩, হোল্ডার ১০-১-৫২-০, চেইস ১০-০-৩০-৩, জোসেফ ৬-০-২২-০, শেফার্ড ৩-০-২২-০, পোলার্ড ১-০-১-০, ওয়ালশ ৬.৪-০-৩৬-৩)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ:  নিকোলাস পুরান

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে এগিয়ে