মেঘলা দিনে সোহরাওয়ার্দীর ফিফটি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়েছে জাতীয় লিগে। বৃষ্টির বাধার মাঝে বগুড়ায় প্রথম দিন যতটুকু খেলা হয়েছে তাতে ছড়ি ঘুরিয়েছেন ঢাকার বোলাররা। রংপুরের প্রাথমিক ধস সামলে দারুণ এক ফিফটি করেছেন অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 11:55 AM
Updated : 9 Nov 2019, 11:55 AM

শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার প্রথম স্তরের ম্যাচটি দেরিতে শুরু হয়ে শেষও হয়েছে আগেভাগে। দিন শেষে ৪১ ওভারে রংপুর করেছে ৫ উইকেটে ১১০ রান। নাসির হোসেন ৫ ও তানবীর হায়দার ৬ রানে ব্যাট করছেন।

টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর শুরুতেই খায় বড় ধাক্কা। দলীয় স্কোর শূন্যতে বিদায় নেন দুই ওপেনার। প্রথম ওভারে শাহাদত হোসেনের বলে পিছনে ক্যাচ দেন রিশাদ হোসেন। পরের ওভারে আরেক পেসার সালাউদ্দিন শাকিলের বলে একই কায়দায় আউট হন মেহেদী মারুফ।

৮০ রানের জুটিতে ধাক্কা সামাল দেন সোহরাওয়ার্দী ও নাঈম ইসলাম। সোহরাওয়ার্দীকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার নাজমুল ইসলাম। ৯৬ বলে ১১টি চারে ৫৭ রান করেন সোহরাওয়ার্দী।

পরের ওভারে শাহাদতকে অধিনায়ক নাঈম ফিরতি ক্যাচ দিলে আবার চাপে পড়ে যায় রংপুর। দলকে বিপদে ফেলে ফিরেন অলরাউন্ডার আরিফুল হক।

দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার শাহাদত ও সালাউদ্দিন।

প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনার প্রতিপক্ষ রাজশাহী। মিরপুরে প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি শুরু হতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ৪১ ওভারে ১১০/৫ (রিশাদ ০, মারুফ ০, সোহরাওয়ার্দী ৫৭, নাঈম ২৩, নাসির ৫*, আরিফুল ১৫, তানবীর ৬*; শাহাদত ৮-১-৩৩-২, সালাউদ্দিন ১২-৩-৩২-২, অপু ১৬-৪-২৩-১, আরাফাত ৩-০-১৮-০, শুভাগত ১-০-২-০, তাইবুর ১-০-২-০)