‘বাজে সিদ্ধান্তে আউট হচ্ছে সৌম্য-লিটন’
নাগপুর থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2019 04:58 PM BdST Updated: 09 Nov 2019 05:19 PM BdST
শুরুটা ভালো করেও বারবার আউট হয়ে যাচ্ছেন হুট করে। থিতু হওয়ার পরও লিটন দাস ও সৌম্য সরকারের ইনিংস বড় করতে না পারার পেছনে গুরুত্বপূর্ণ সময়ে বাজে সিদ্ধান্ত অন্যতম প্রধান কারণ বলে মনে করেন রাসেল ডমিঙ্গো।
প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রান করেন সৌম্য, পরেরটিতে ৩০। টি-টোয়েন্টিতে সবশেষ ৬ ইনিংসে তিনবার দুই অঙ্ক ছুঁয়েছেন লিটন, একবারও যেতে পারেননি ৪০ পর্যন্ত। কেন বড় হচ্ছে না এই দুই তরুণের ইনিংস, উত্তর খুঁজছেন বাংলাদেশের প্রধান কোচও।
“সম্ভবত উত্তরটা ওরা দিতে পারবে। ওরা বড় স্কোরের চেষ্টা করছে। টেকনিক্যাল কোনো সমস্যা নেই। হতে পারে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে কিছু বাজে সিদ্ধান্তের জন্য ওরা আউট হয়ে যাচ্ছে।”
“ওদের এটা নিয়ে কাজ করতে হবে। ইনিংস বড় করতে ওদের যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।”
এটা অবশ্য শুধু লিটন, সৌম্যর একার সমস্যা না। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর রাজকোটে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পেছনে এটাই মূল কারণ বলে মনে করছেন ডমিঙ্গো।
“আগের ম্যাচে সবচেয়ে বড় সমস্যা ছিল কেউ ৭০ বা ৮০ রান করতে পারেনি। প্রথম ম্যাচে বড় ইনিংস খেলে দলকে টেনেছিল মুশফিক। কেউ যখন ত্রিশ পর্যন্ত যায় তার বড় ইনিংস খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত।”
“মুশফিক প্রথম ম্যাচে বড় ইনিংস খেলেছিল, আমরা জিতেছিলাম। রোহিত বড় স্কোর করায় ভারত জেতে দ্বিতীয় ম্যাচে। আমাদের কয়েকজন ত্রিশ পর্যন্ত গেছে…সৌম্য, লিটন আউট হওয়ার চেষ্টা করছে না, কিন্তু ওরা ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বাজে সিদ্ধান্ত নিচ্ছে। আমার মনে হয় না এটা কোনো টেকনিক্যাল সমস্যা। হতে পারে গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটায় ওদের উন্নতি করতে হবে।”
-
বিশ্বকে নিয়ে ম্যাথিউসের প্রতিরোধ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী