রাজকোটে আলো ঝলমলে সকাল, ম্যাচ নিয়ে আশা

আগের দিন সন্ধ্যার প্রবল বৃষ্টি ম্যাচ ভাসিয়ে নেওয়ার শঙ্কা জাগিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের ঝলমলে রোদে কেটে গেছে সেই শঙ্কার মেঘ। রাজকোটের আকাশ দিচ্ছে দ্বিতীয় টি-টোয়েন্টি নির্বিঘ্নে মাঠে গড়ানোর আভাস।

ক্রীড়া প্রতিবেদকরাজকোট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 05:40 AM
Updated : 7 Nov 2019, 10:26 AM

বৃহস্পতিবার সকালে গুজরাট উপকূলে ঘূর্ণিঝড় ‘মাহা’ আঘাত হানার কথা থাকলেও এদিন আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ে ঝড়টি। ভারতের আবহাওয়া অফিসের তথ্যমতে, শক্তি কমে এটি পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে গুজরাটের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সকাল থেকে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু রাজকোটের আকাশে সকাল থেকেই রোদের উজ্জ্বল উপস্থিতি।

নিম্নচাপের প্রভাবেই বুধবার সন্ধ্যায় প্রবল বর্ষণ হয়েছে সেখানে। বাতাসের বেগ এতই বেশি ছিল যে, ম্যাচকে সামনে রেখে বাঁশের যে সব কাঠামো তৈরি হয়েছিল মাঠে, সেগুলোর প্রায় সবই ভেঙে গেছে।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অবশ্য শুরু থেকেই ম্যাচ হওয়া নিয়ে আশাবাদী। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হওয়ায় টানা বৃষ্টি না হলে ম্যাচ পণ্ড হবার কোন শঙ্কা নেউ বলে জানিয়েছেন তারা।