সাকিবের ব্যাপারে ‘আগ বাড়িয়ে’ ঝুঁকি নেবে না বিসিবি

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কমানো নিয়ে আগ বাড়িয়ে কিছু করতে গিয়ে উল্টো শাস্তি বাড়ানোর ঝুঁকি নিতে চায় না বিসিবি। তবে সাকিব চাইলে আইনী সাহায্যসহ সম্ভব সব ধরনের সহায়তা বোর্ড করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 02:43 PM
Updated : 6 Nov 2019, 02:43 PM

সাকিবের শাস্তি ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতেই আইসিসি জানিয়ে দিয়েছিল, সাকিব নিজে শাস্তি মেনে নিয়েছেন। আপিলের সুযোগ তাই নেই। তারপরও আইনী কোনো ফাঁকে শাস্তি কমানো যায় কিনা, সেটি নিয়ে চলছে আলোচনা। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সাকিব দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার এক দিন পর বিসিবি জানিয়েছিল, শাস্তি কমানোর সুযোগ আছে কিনা, সেই আইনী দিক তারা দেখবে।

সেই পর্যবেক্ষণে কিছু মিলেছে বলে জানা যায়নি। বরং বিসিবি এগোতে চায় সতর্ক পদক্ষেপে। সাকিব যদি আইসিসির কোনো শর্ত ভঙ্গ করেন, তাহলে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাও যোগ হয়ে যাবে মূল নিষেধাজ্ঞার সঙ্গে। এটিও ভাবাচ্ছে বিসিবিকে।

বুধবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি জানালেন, সামনের পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত তারা সাকিবের ওপরই ছেড়ে দিয়েছেন।

“একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, আমরা যেটা এখনও পর্যন্ত জানি, এটায় আপিলই করা যাবে না। কোনো পক্ষ করতে পারবে না। সাকিবের কাছ থেকেই এটা আমরা জেনেছি। এমন নয় যে আমরা নিজে থেকে দিয়েছি। ওরা যেটা দিয়েছে, সেখানেও এটিই লেখা আছে।"

তারপরও, আমরা সাকিবকে বলেছি, আমাদের এখানের দুর্নীতি দমনের যারা আছে, কথা বলতে পারে। সেরা কোনো আইনজীবিকে যদি আনতে চায়…যদি কিছু করার থাকে, অবশ্যই করব। তবে আমরা আগ বাড়িয়ে যদি কিছু করতে যাই…ওর তো এক বছরের পর আরেক বছরের শাস্তি স্থগিত, এখন কিছু করতে গিয়ে যদি উল্টো শাস্তি বেড়ে যায়, তখন তো সব দোষ বিসিবির! আমরা এই ঝুঁকির মধ্যে যেতে চাই না।”

আরও কিছু দিন গেলে কোনো সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দিলেন বিসিবি প্রধান।

“সাকিবেরটা সাকিব করছে। সহায়তা যা দেওয়ার লাগে, সে নিজে যদি কোনো আইনজীবি চায়, আমাদেরকে বলে, সব সহায়তা আমরা দেব। তবে ওর সিদ্ধান্ত ছাড়া কিছু করা ঝুঁকির। আর সময়ও হয়নি এখনও। কিছু দিন গেলে বোঝা যাবে।”