স্মিথ মাস্টারক্লাসে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2019 08:36 PM BdST Updated: 05 Nov 2019 09:27 PM BdST
-
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারানো দলকে পথ দেখালেন স্টিভ স্মিথ। ২২ গজে নেমে শুরু থেকে দৃঢ়তার সঙ্গে খেলে দলকে পৌঁছে দিলেন লক্ষ্যে। পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ক্যানবেরার মানুকা ওভালে মঙ্গলবার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে অজিরা। ৫১ বলে ১১টি চার ও এক ছক্কায় অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন স্মিথ। ৯ বল হাতে রেখে ১৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় তাদের রানের চাকা ছিল ধীর। তবে দারুণ ব্যাটিং করেন সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া বাবর। রান আউট হওয়ার আগে ৩৮ বল খেলে ৬টি চারে করেন ৫০ রান। বৃষ্টিতে ভেসে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৫৯ রান করেছিলেন এই ওপেনার।
ছয় নম্বরে নেমে ৩৪ বলে ৫টি চার ও ৩ ছয়ে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন ইফতিখার। ষষ্ঠ উইকেটে ইমাদ ওয়াসিমের সঙ্গে গড়েন সর্বোচ্চ ৪০ রানের জুটি। দলটির তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ১৪ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে।
২৩ রানে ২ উইকেট নেন অ্যাস্টন অ্যাগার। দুজন রান আউটের শিকার।
রান তাড়ায় উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। যদিও ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের কেউই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।
ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ফিঞ্চের ফেরার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪৮/২। তখনও প্রয়োজন ১০০ রানের বেশি। খুব একটা সহজ ছিল না। তবে ফিঞ্চের অনবদ্য ব্যাটিংয়ে অনায়াসেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।
তৃতীয় উইকেটে বেন ম্যাকডারমটের সঙ্গে ৪৪ বলে ৫৮ রানের জুটি গড়ার পর অ্যাস্টন টার্নারকে নিয়ে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন স্মিথ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে শুক্রবার, পার্থে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৫০/৬ (বারব ৫০, ফখর ২, হারিস ৬, রিজওয়ান ১৪, আসিফ ৪, ইফতিখার ৬২*, ইমাদ ১১, ওয়াহাব ০*; স্টার্ক ৪-০-২৫-০, রিচার্ডসন ৪-০-৫১-১, কামিন্স ৪-০-১৯-১, জাম্পা ৪-০-৩১-০, অ্যাগার ৪-০-২৩-২)
অস্ট্রেলিয়া: ১৮.৩ ওভারে ১৫১/৩ (ওয়ার্নার ২০, ফিঞ্চ ১৭, স্মিথ ৮০*, ম্যাকডার্মট ২১, টার্নার ৮*; ইরফান ৪-০-২৭-১, ইমাদ ৪-০-৩৪-১, আমির ৩.৩-০-৩২-১, শাদব ৪-০-২৫-০, ওয়াহাব ৩-০-৩৩-০)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: স্টিভ স্মিথ
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’