আমরা জানি, বাংলাদেশের চেয়ে আমরা ভালো: চেহেল

প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে সিরিজের বাস্তবতা বদলেছে। তবে ভারতের ভাবনায় বদল আসেনি। নিজেদের সামর্থ্যে আস্থা তাদের অটুট। তাই ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আশা ভালোভাবেই আছে দলের, জানালেন লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 10:15 AM
Updated : 5 Nov 2019, 10:49 AM

ফেবারিট হিসেবে সিরিজ শুরু করলেও প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেছে ভারত। দিল্লির ম্যাচে সেদিন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।

চেহেল নিজে যথারীতি ভালো বোলিং করেছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখের উইকেট।

নিজেদের আশার কথা জানানোর আগে বাংলাদেশের প্রশংসা করতে অবশ্য ভুললেন না চেহেল। সেই ম্যাচে ফিরে তাকিয়ে এই লেগ স্পিনার কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকে।

“বাংলাদেশ যেমন ভালো ক্রিকেট খেলেছে, ওদের প্রশংসা করা উচিত। বাংলাদেশ শেষ দিকে প্রতিটি ম্যাচে (সাম্প্রতিক বছরগুলোয়) আমাদের বিপক্ষে লড়াই করেছে। ওরা সত্যিই খুব ভালো খেলেছে। বিশেষ করে মুশফিক অসাধারণ খেলেছে। সে খুব হিসেবী ক্রিকেট খেলেছে।”

তবে ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যে যেহেতু এগিয়ে ভারত, সিরিজে পেছন থেকে এগিয়ে যাওয়া নিয়েও সংশয় নেই চেহেলের।

“এটা তিন ম্যাচের সিরিজ, নক আউট ম্যাচ নয়। ম্যাচ তিনটি। চাপের কিছু নেই। দুটি দল যখন খেলে তখন কেউ হারে, কেউ জেতে।”

“আমরা পিছিয়ে আছি, তবে এখনও দুটি ম্যাচ বাকি আছে। ঘুরে দাঁড়াতে নিজেদের ওপর আমাদের আস্থা আছে।  আমরা জানি, ওদের চেয়ে আমরা ভালো দল।”

আগামী বৃহস্পতিবার রাজকোটে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।