শহিদুলের ছোবলে চট্টগ্রামের ইনিংস হার

প্রথম ইনিংসে একশর আগে অলআউট হয়ে ফলো-অনে পড়ার পর থেকেই বড় হার চোখ রাঙাচ্ছিল চট্টগ্রামকে। দ্বিতীয় ইনিংসে লড়াই করলেন পিনাক ঘোষ ও অধিনায়ক ইয়াসির আলি। তবে ইনিংস পরাজয় এড়াতে যথেষ্ট হলো না সেই রান। পেসার শহিদুল ইসলামের দারুণ বোলিংয়ে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ইনিংস ব্যবধানে জিতল ঢাকা মেট্রো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 08:39 AM
Updated : 4 Nov 2019, 08:39 AM

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে ইনিংস ও ৬৪ রানে জিতেছে মেট্রো। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম গুটিয়ে যায় ২৪৮ রানে।

২৯ রানে ৪ উইকেট নিয়ে মেট্রোর সেরা বোলার শহিদুল।

আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা পিনাককে দিনের শুরুতেই তুলে নেন শরিফুল্লাহ। পঞ্চম উইকেটে তাসামুল হককে নিয়ে ৪৬ রান যোগ করেন ইয়াসির। ৩৯ রান করে নিহাদুজ্জামানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তাসামুল।

ষষ্ঠ উইকেটে নাঈম হাসানকে নিয়ে লড়াই চালিয়ে যান ইয়াসির। ৬৬ রানের জুটি ভাঙে ইয়াসিরের বিদায়ে। ৬৬ রান করে শহিদুলের বলে উইকেটের পেছনে ধরা পড়েন চট্টগ্রামের অধিনায়ক। এরপর আর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস।

প্রথম ইনিংসের দুই সফল বোলার তাসকিন আহমেদ ও শরিফুল্লাহ নেন দুটি করে উইকেট।

মেট্রোর একমাত্র ইনিংসে ১৭৮ রানের ইনিংস খেলা ওপেনার সাদমান ইসলাম হন ম্যাচ সেরা।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ১০৮.৪ ওভারে ৪০৩

চট্টগ্রাম ১ম ইনিংস: ৩০.৫ ওভারে ৯১

চট্টগ্রাম ২য় ইনিংস: (আগের দিন ৯৬/৩) ৮০.২ ওভারে ২৪৮ (সাদিকুর ১১, ইরফান ২, মাহিদুল ১০, পিনাক ৫৭, তাসামুল ৩৯, ইয়াসির ৬৬, নাঈম ২৮, মেহেদী ১২, হাসান ১৬, ইফরান ০, আফ্রিদি ০*; তাসকিন ১৪-৪-৪৯-২, শরিফউল্লাহ ২১-৪-৫৯-২, শহিদুল ১৩.২-৪-২৯-৪, আল আমিন ৮-২-১৮-১, আসিফ ১৪-২-৪৮-০, আজমির ২-০-৭-০, সাদমান ১-০-১-০, নিহাদুজ্জামান ৭-১-৩৪-১)।

ফল: ঢাকা মেট্রো ইনিংস ও ৬৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাদমান ইসলাম